X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

অক্সিজেনের অভাবে রোগীর মৃত্যু, স্বজন ও এলাকাবাসীর বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
৩১ আগস্ট ২০২০, ০৯:২৩আপডেট : ৩১ আগস্ট ২০২০, ০৯:২৩

মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে রংপুরের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেনের অভাবে মোশারফ হোসেন (৬২) নামে এক রোগী মারা গেছেন। এ ঘটনায় রোগীর স্বজন এবং এলাকাবাসী হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেছে। রবিবার (৩০ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটেছে।

পুলিশ রোগীর স্বজনদের বরাত দিয়ে জানায়, রবিবার রাতে মিঠাপুকুর উপজেলার রশিদপুর গ্রামের মোশারফ হোসেনকে অসুস্থ অবস্থায় মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। তার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, তাদের হাসপাতালে কোনও অক্সিজেন নেই। পরে রোগীর স্বজনরা উপজেলা সদরের একটি প্রাইভেট ক্লিনিক থেকে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে নিয়ে আসে। কিন্তু অক্সিজেন দেওয়ার কোনও টেকনেশিয়ান বা ডাক্তার না থাকায় রাত সোয়া ১১টার দিকে রাগীটি বিনা চিকিৎসায় মারা যায়।

মোশারফ হোসেনের ছেলে রোকনুজ্জামানের অভিযোগ, একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন নেই। শুধু তাই নয় অক্সিজেন লাগানোরও কোনও টেকনিশিয়ান নেই। এজন্য তার বাবা বিনা চিকিৎসায় মারা গেলেন। তিনি দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ঘটনায় বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেন। তারা বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করে। খবর পেয়ে মিঠাপুকুর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে হাসপাতালের টিএইচও ডা. আব্দুল হাকিম বলেন, ‘আমরা রোগীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করে দেই। কিন্তু তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা নিতেই তিনি মারা যান।’ কেন অক্সিজেন লাগানো হয়নি– তার কোনও সদুত্তোর তিনি দিতে পারেননি।

মিঠাপুকুর থানার ওসি আমিরুজ্জামান বলেন, ‘আমরা ঘটনাস্থলে অবস্থান করছি।’

এ ব্যাপারে রংপুরের সিভিল সার্জেন ডা. হিরম্ব কুমার বলেন, হাসপাতালে অক্সিজেন ছিল কেন দেওয়া হয়নি তিনি খতিয়ে দেখবেন।

মিঠাপুকুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন বলেন, হাসপাতালের টিএইচও দুর্নীতিবাজ। জুনে করোনার জন্য ৫০/৬০ লাখ টাকা বরাদ্দ এসেছিল। তিনি মালামাল না নিয়েই আগাম বিল দিয়েছেন। বিষয়টি উপজেলা পরিষদের সভায় আলোচনা করা হয়েছে। তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মীরসরাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
মীরসরাই প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
এআইইউবিতে সিএস ফেস্ট
এআইইউবিতে সিএস ফেস্ট
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
সিটি ক্লাবের সঙ্গে অবনমন হলো গাজী টায়ার্সের
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ