X
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪
৫ বৈশাখ ১৪৩১

‘প্রকাশ্যে ঘুরছে বাচ্চু হত্যা মামলার আসামিরা’

কুমিল্লা প্রতিনিধি
০২ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪৮আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২০, ০৪:৪৮

কুমিল্লা ‘কুমিল্লা কালিরবাজার কমলাপুরে ড্রাইভার আলী আকবর বাচ্চু খুনের ঘটনার তিন মাস পার হলেও কোনও আসামি এখনও গ্রেফতার হয়নি। তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। উল্টো নিহতের দ্বিতীয় ও তৃতীয় স্ত্রী রেহানা বেগম ও আনারকলি বেগম এবং তাদের সন্তানদের মামলা তুলে নিতে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে। অন্যথায় তাদের তুলে নিয়ে নির্যাতন, খুন ও গুম করার হুমকিতে আতঙ্কিত এই দুই পরিবারের সদস্যরা।’ সোমবার (৩১ আগস্ট) বিকালে জেলার নাজিরা বাজার এলাকায় সংবাদ সম্মেলন করে এসব কথা বলেন মামলার বাদীসহ নিহতের পরিবারের অন্য সদস্যরা। এ সময় তারা পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত আসামিদের গ্রেফতার ও বাদীর নিরাপত্তা বিধানের দাবি জানান।

সম্পত্তি নিয়ে বিরোধের জেরে গত ২৫ মে কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালির বাজার ইউনিয়নের কমলাপুর (চৌধুরী বাড়ি) গ্রামে ট্রাক চালক আলী আকবর বাচ্চুকে প্রথম স্ত্রী’র সহযোগিতায় তিন ছেলে খোকন, ছোটন ও রোকন নিজ বাড়িতে বেধড়ক মারধর ও কুপিয়ে রক্তাক্ত করে আহত অবস্থায় ফেলে যায়। পরে ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ এসে আহত বাচ্চুকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করেন। ঘটনার ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় বাচ্চু মারা যান। এ ঘটনায় নিহতের তৃতীয় স্ত্রী বাদী হয়ে ঘটনার সঙ্গে জড়িত তিন ছেলে রোকন, ছোটন, খোকন ও প্রথম স্ত্রী রৌশন আরাকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।

সংবাদ সম্মেলনে মামলার বাদী আনার কলি, কন্যা ফারহানা আক্তার, বোন রেহানা আক্তার ও শিরিনা আক্তার জানান, প্রকাশ্য দিবালোকে বাচ্চু ড্রাইভারকে কুপিয়ে হত্যার পর তিন মাস অতিবাহিত হলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। এ নিয়ে তাদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

মামলার বাদী আনারকলি বলেন, ‘পুলিশ আসামিদের গ্রেফতার করেতে পারছে না। উল্টো আসামিরা মামলা তুলে নিয়ে আপস রফা করে তাদের এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য নানাভাবে চাপ দিচ্ছে। হত্যাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং তাদের হুমকি আতঙ্কে দিন পার করছি আমরা।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নিহতের দ্বিতীয় স্ত্রী রেহেনা বেগম, কন্যা জিন্নাত আরা, জান্নাত আক্তার, নিহতের বোন রেহানা বেগম, আয়শা বেগম, শাহানারা বেগম, জাহানারা বেগম ও রুমি আক্তারসহ অন্যরা।

এ বিষয়ে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানাধীন নাজিরা বাজার ফাঁড়ি পুলিশের এসআই ফারুক বলেন, ‘বাচ্চু হত্যা মামলার আসামিরা এলাকায় নেই, পলাতক থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। অভিযান অব্যাহত আছে, আশা করি, দ্রুতই তাদের গ্রেফতার করতে সক্ষম হবো।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন প্রো ভিসি এম মোফাজ্জল হোসেন
সাউথইস্ট ইউনিভার্সিটির নতুন প্রো ভিসি এম মোফাজ্জল হোসেন
কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ
কাপ্তাই হ্রদে তিন মাস মাছ শিকার বন্ধ
আবাহনী-মোহামেডান ম্যাচের আগে জিমিকে নিয়ে উত্তপ্ত হকি অঙ্গন
আবাহনী-মোহামেডান ম্যাচের আগে জিমিকে নিয়ে উত্তপ্ত হকি অঙ্গন
মা হারালেন বেবী নাজনীন
মা হারালেন বেবী নাজনীন
সর্বাধিক পঠিত
এএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
রেস্তোরাঁয় ‘মদ না পেয়ে’ হামলার অভিযোগএএসপি বললেন ‌‘মদ নয়, রাতের খাবার খেতে গিয়েছিলাম’
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
মেট্রোরেল চলাচলে আসতে পারে নতুন সূচি
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
‘আমি এএসপির বউ, মদ না দিলে রেস্তোরাঁ বন্ধ করে দেবো’ বলে হামলা, আহত ৫
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
রাজধানীকে ঝুঁকিমুক্ত করতে নতুন উদ্যোগ রাজউকের
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট
ফিলিস্তিনের পূর্ণ সদস্যপদ নিয়ে জাতিসংঘে ভোট