X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

মসজিদে বিস্ফোরণ: দুটি বিষয় সামনে রেখে তদন্ত হচ্ছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ সেপ্টেম্বর ২০২০, ১৪:২১আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪৪

বায়তুল সালাহ জামে মসজিদে বিস্ফোরণ নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা জেমস ক্লাব এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় পাঁচ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল থেকেই তদন্ত কমিটি কাজ শুরু করেছে। গ্যাস ও বিদ্যুৎ সংযোগে সমস্যা-এই ‍দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে প্রাথমিকভাবে কাজ করছেন বলে জানিয়েছেন তদন্ত কমিটির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি। তারা ঘটনার অন্যান্য দিকগুলোও খতিয়ে দেখবেন। বায়তুল সালাহ জামে মসজিদে বিস্ফোরণ

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক জসিম উদ্দিন জানান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববিকে আহ্বায়ক করে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা পাঁচ কার্যদিবসের মধ্যে রিপোর্ট দেবেন। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন নারায়ণগঞ্জ ফায়ার ব্রিগেডের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এ টি এম মোশাররফ হোসেন, ডিপিডিসি’র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (পূর্ব) গোলাম মোর্শেদ, তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর নারায়ণগঞ্জ জোনের ম্যানেজার মফিজুল ইসলাম। বায়তুল সালাহ জামে মসজিদে বিস্ফোরণ

শনিবার সকালেই তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনাটি নাশকতার কোনও ঘটনা কিনা এ ব্যাপারে প্রশ্ন করা হলে কমিটির আহ্বায়ক খাদিজা তাহেরা ববি জানান, ‘আমরা ঘটনাস্থল ঘুরে এসেছি। তথ্য সংগ্রহ করছি। এখনও এ ব্যাপারে মন্তব্য করার সময় আসেনি। তবে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে যেটি জানতে পেরেছি, মজিদের ভেতর দিয়ে তিতাস গ্যাসের সংযোগ লাইন গিয়েছে। সেখান  থেকে লিকেজ হয়ে গ্যাস বের হচ্ছে। আবার অনেকে বললেন, একবার বিদ্যুৎ গিয়ে চার-পাঁচ মিনিট পর আবার এসেছে। দ্বিতীয়বার বিদ্যুৎ আসার পরপরই বিকট শব্দে বিস্ফোরণ ঘটেছে বলে স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তদন্ত কমিটির সদস্যরা এই দুটি সমস্যাকে সামনে রেখেই তদন্ত কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন।  তদন্ত সম্পন্ন হলে আমরা আমাদের রিপোর্টে বিস্তারিত তুলে ধরে জেলা প্রশাসকের কাছে তা জমা দেবো।’ মসজিদে বিস্ফোরণে আহতরা

প্রসঙ্গত, শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে এশার নামাজের সময় নারায়ণগঞ্জ সদর উপজেলার তল্লা জেমস ক্লাব এলাকার বায়তুস সালাত জামে মসজিদে বিস্ফোরণ ঘটে। ছয়টি এসি একসঙ্গে বিস্ফোরিত হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। ওই সময় মসজিদের ভেতরে প্রায় ৪০ জনের মতো মুসল্লি ছিলেন। ফরজ নামাজ শেষে তারা সুন্নত নামাজ পড়ছিলেন। বিস্ফোরণে তাদের প্রায় প্রায় সবাই দগ্ধ হন।

দগ্ধদের রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হলে অন্তত ১৬ জনের মৃত্যু হয়।    

আরও পড়ুন- 

নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণ: মৃতের সংখ্যা বেড়ে ১২

পরিবার যেভাবে চাইবে সেভাবেই লাশ হস্তান্তর করা হবে

‘মা তুমি ভাত খেয়ে ঘুমাও আমি নামাজে যাই’

নারায়ণগঞ্জের দগ্ধদের স্বজনদের জন্য পুলিশের হটলাইন

নারায়ণগঞ্জে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

এসি বিস্ফোরণে আহতদের চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিতে স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশ

বাবার সঙ্গে প্রতিদিন নামাজে যেত শিশু জুবায়ের

একসঙ্গে ৬ এসি বিস্ফোরণ, ঘটনা তদন্তে ফায়ার সার্ভিসের কমিটি

নারায়ণগঞ্জে নামাজের সময় মসজিদে এসি বিস্ফোরণ

 

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
‘দাবদাহের মধ্যে কষ্ট হলেও মানুষ ভোট দিতে আসবে’
ইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
প্রয়াণ দিনে স্মরণইরফান খান: জীবনের মোড় ঘুরেছিল ২০০ রুপির অভাবে!
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
খোলা সয়াবিন তেল বিক্রি বন্ধের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড