X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

মসজিদে বিস্ফোরণ: গ্যাস লাইনে লিকেজ খুঁজতে খোঁড়াখুঁড়ি

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৭আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২০, ১৮:১৭

চলছে খোঁড়াখুঁড়ি নারায়ণগঞ্জের তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনা গ্যাস লাইন সংযোগের লিকেজ থেকে হয়েছে কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি মসজিদের আসে পাশে মাটি খুঁড়ে চিহ্নিত করার চেষ্টা করছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে মসজিদের পাশে ৫টি স্থানে মাটি খুঁড়ে মসজিদের নিচ দিয়ে গ্যাস লাইনের সংযোগ নেওয়া হয়েছে কিনা তা দেখা হচ্ছে।

নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি, ফতুল্লাহ অঞ্চলের উপমহাব্যবস্থাপক মো. মফিজুর ইসলাম বলেন, ‘নব্বইয়ের দশকে তল্লা এলাকায় গ্যাস লাইনের সংযোগ দেওয়া হয়েছিল। আমাদের কাছে নকশা রয়েছে, সেই নকশা ধরে মাটি খুঁড়ে গ্যাস লাইনের সংযোগ চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘যখন এই অঞ্চলে গ্যাস লাইনের সংযোগ দেওয়া হয়, তখন এখানে রাস্তা ছিল। মসজিদ ছিল না। পরবর্তী সময়ে মসজিদ নির্মাণ করা হয়েছে। মসজিদটি গ্যাস লাইনের ওপরে করা হয়েছে, না বাহিরে, সেটি নিশ্চিত হওয়ার জন্য মাটি খুঁড়ে দেখা হচ্ছে।’

চলছে খোঁড়াখুঁড়ি মফিজুর ইসলাম আরও বলেন, ‘নব্বইয়ের দশকে এই এলাকা নিচু ছিল। কিন্তু পরে বাড়ি ঘর নির্মাণ ও মসজিদ নির্মাণের জন্য মাটি ফেলে উঁচু করা হয়েছে। এ কারণেই মাটি খুঁড়ে গ্যাস লাইনের সংযোগ আছে কিনা তা চিহ্নিত করতে সময় লাগছে।’

স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিম জানান, ৭ থেকে ৮ ফিট উঁচু করে মাটি ফেলানো হয়েছে। আগে ছয়-সাতটি সিঁড়ি বেয়ে মসজিদে প্রবেশ করতে হতো, পরে মাটি ফেলে সেটি উঁচু করা হয়। আবর্জনা পুড়িয়ে ধ্বংস করা হয়েছে

এদিকে, মসজিদের সামনের জলাবদ্ধতা নিরসনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন প্রতিবন্ধকতা সৃষ্টিকারী দোকানপাট ও বালুর বস্তা উচ্ছেদ করেছে। সকাল থেকে সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরন ও সিটি করপোরেশনের মেয়রের পিএ আবুল হোসেনের নেতৃত্বে কর্মকর্তা ও কর্মচারীরা ভেকু ও ছোট গাড়ি দিয়ে উচ্ছেদ অভিযানে অংশ নেয়।

সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরন জানান, মসজিদের সামনে জমাটবাঁধা পানি নিষ্কাশনের যে খাল রয়েছে, সেখানে স্থানীয় লোকজন দোকানপাট তুলে এবং ময়লা আবর্জনা ফেলে বন্ধ করে রেখেছিল। এ কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয়ে গিয়েছিল। সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী গত শুক্রবার এলাকা পরিদর্শনে আসেন এবং জলাবদ্ধতা নিরসনের জন্য অবৈধ স্থাপনা উচ্ছেদ ও ময়লা আবর্জনা পরিষ্কার করে পানি নিষ্কাশন প্রবাহ চালু রাখার নির্দেশনা দেন। সোমবার সকাল থেকে ভেকু দিয়ে তিন থেকে চারটি দোকান ভেঙে এবং খালের মুখের ময়লা আবর্জনা পরিষ্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে, নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি ঘটনার প্রত্যক্ষদর্শীদের বিবরণ জানতে গণশুনানি জন্য সময় নির্ধারণ করে দিয়েছেন। সোমবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তদন্ত কমিটির প্রধান নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববির কার্যালয়ে এই গণশুনানি গ্রহণ করা হবে। তবে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত গণশুনানিতে সাক্ষ্য দিতে বা ঘটনার বর্ণনা তুলে ধরতে কোনও লোকজন উপস্থিত হননি।

চলছে খোঁড়াখুঁড়ি এ ব্যাপারে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি জানান, জেলা প্রশাসনের গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি কাজ শুরু করেছে। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করে প্রায় ২১ জনের জবানবন্দি গ্রহণ করা হয়েছে। আজ সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত গণশুনানি গ্রহণ করা হয়েছে। তিনি বলেন, ‘নির্ধারিত সময়ের মধ্যেই তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের কাছে দাখিল করা হবে।’

উল্লেখ্য, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে নারায়ণগঞ্জের তল্লা বায়তুস সালাত জামে মসজিদে এশার নামাজের সময় এ বিস্ফোরণ ঘটে। ফরজ নামাজের মোনাজাত শেষে অনেকে সুন্নাত ও অন্য নামাজ পড়ছিলেন। এ সময় মসজিদের ভেতরে প্রায় ৪০ জন মুসল্লি ছিলেন। বিস্ফোরণে তাদের প্রায় সবাই দগ্ধ হন। এদের ৩৭ জনকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আনা হয়। তাদের মধ্যে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ