X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

কাপ্তাই হ্রদ দখল-দূষণ রোধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

জিয়াউল হক, রাঙামাটি
১৬ সেপ্টেম্বর ২০২০, ০৩:৫১আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২০, ০৪:০২

কাপ্তাই হ্রদ সুরক্ষায় জরুরি সভা ড্রেজিংয়ের মাধ্যমে কাপ্তাই হ্রদের  নাব্যতা ফেরানো, কার্প জাতীয় মাছের উৎপাদন বাড়ানো এবং হ্রদ দখল-দূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে জেলা নদী রক্ষা ও কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটি। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে কমিটির এক সভায় এই সুরারিশ করা হয়। সম্প্রতি কাপ্তাই হ্রদ দখলের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় জরুরি ভিত্তিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করা হয়।

জেলা নদী রক্ষা ও কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের সভাতিত্বে এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপক লে. কমান্ডার তৌহিদুল ইসলাম, জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট শিল্পী রানী সাহাসহ কমিটির অন্য সদস্যরা।

এ বছর হ্রদের পানি কম হওয়ায় শুষ্ক মৌসুমে নৌ চলাচল স্বাভাবিক রাখাসহ হ্রদের মৎস্য সম্পদ রক্ষা করা এবং একইসঙ্গে কাপ্তাইয়ে জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন চলমান রাখার বিষয়েও আলোচনা করা হয়।

রাঙামাটি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. নুরুল ইসলাম বলেন, ‘ইতোমধ্যে জেলায় ছয়টি খাল খননের কাজ শুরু হয়েছে। কিন্তু হ্রদের পানি বেড়ে যাওয়ায় কাজ আপতত বন্ধ রাখা রয়েছে।’ পানি কমলে আবারও কাজ শুরু হবে বলে জানান তিনি।

নুরুল ইসলাম আরও জানান, নতুন আরও ২৫টি খাল খননের জন্য মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই সব খাল খননের কাজ শুরু হবে।

রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ বলেন, ‘হ্রদে নাব্যতা ফেরাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ মন্ত্রণালয়ে যোগাযোগ করে দ্রুত কাজ শুরুর ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানানো হবে। হ্রদের দখল বন্ধে সবার সহযোগিতা কামনা এবং অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সব ইউএনও-কে নির্দেশ দেওয়া হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
ফরিদপুরে দুই শ্রমিক হত্যায় জড়িতদের গ্রেফতার দাবিতে খেলাফত মজলিসের মিছিল
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মশা তাড়ানোর ৫ প্রাকৃতিক উপায়
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
মেলা থেকে অস্ত্রের মুখে দুই নারীকে তুলে নিয়ে ধর্ষণ
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি
ট্রাকেই পচে যাচ্ছে ভারত থেকে আনা আলু, বাজারে ৫৫ টাকা কেজি