X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

পরিবেশ দূষণের দায়ে চার কারখানাকে ৮ লাখ টাকা জরিমানা

সাভার প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২০, ০৫:০৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ০৫:০৩

বায়ুদূষণকারী একটি কারখানা ঢাকার সাভারে পরিবেশ দূষণের দায়ে চার কারখানাকে ৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ভাকুর্তা এলাকার মাঝিপাড়া মহল্লায় টায়ার পুড়িয়ে দূষণের দায়ে এ জরিমানা করেন  অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজিদ আহম্মেদ। এ সময় অনুমোদন না থাকায় চারটি কারখানা বন্ধ ঘোষণা এবং কিছু অংশ ভেঙে দেওয়া হয়।

কারখানাগুলো হচ্ছে মোখলেছুর রহমানের মালিকানাধীন মিনহা রিসাইক্লিং, সাইফুল ইসলামের সারা ভাকুর্তা পাইরোলাইসিস কোম্পানি-১, হাবিবুর রহমানের সারা ভাকুর্তা পাইরোলাইসিস কোম্পানি-২ এবং অপর একটি কোম্পানির মালিক মোহাম্মদ মহসিন।

পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ বলেন, ‘সাভারের ভাকুর্তা এলাকায় কারখানাগুলোতে পুরাতন টায়ার সংগ্রহ করে তা পুড়িয়ে জ্বালানি তেল তৈরি করা হয়। যা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর এবং জনস্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এসব উপাদান বাতাসকে দূষিত করছে, ক্ষতি করছে কৃষি জমির। এছাড়া কারখানার বর্জ্য মিশ্রিত পানি আশপাশের জলাশয়ে মিশে জলজপ্রাণী ধ্বংস করছে।’

তিনি আরও বলেন, ‘এ ধরনের কারখানা পরিচালনার জন্য পরিবেশ অধিদফতরের অনুমতি সাপেক্ষে এয়ার ট্রিটমেন্টের প্রয়োজন হয়। কিন্তু সেগুলো তারা না করে এ ধরনের কারখানা পরিচালনা করছে। তাই আজ দিনব্যাপী অভিযান পরিচালনার মাধ্যমে পাঁচটি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে চারটি কারখানাকে ৮ লাখ টাকা জরিমানা এবং অপর একটি কারখানার মালিক পলাতক থাকায় তার বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
ডুবন্ত শিশুকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো আরেক শিশুরও
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ
রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় প্রকাশ