X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

উপনির্বাচনে আ.লীগ সমর্থিত প্রার্থীর নির্বাচনি অফিসে ভাঙচুর-গুলি

পাবনা প্রতিনিধি
২৪ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৫আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৬

 ভাঙচুর করা নির্বাচনি অফিস জাতীয় সংসদের পাবনা-৪ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী নুরুজ্জামান বিশ্বাসের নির্বাচনি অফিসে ভাঙচুর, গুলি ও অগ্নিসংযোগ করেছে দুবৃর্ত্তরা। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উপজেলার সাহাপুর ইউনিয়নের আজিজুল তলা ও সলিমপুর ইউনিয়নের মানিকনগর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার রাতে কয়েকজন দুর্বৃত্ত আওয়ামী লীগের নির্বাচনি কার্যালয়ে আসে। পরে তারা গুলি করতে শুরু করলে অফিসের আশপাশে থাকা সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে ছোটাছুটি শুরু করে দেন। পরে দুর্বৃত্তরা অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর ও অগ্নিসংযোগ করে চলে যায়। এর কিছুক্ষণ পরই মানিকনগর পূর্বপাড়া গ্রামেও একই ধরনের ঘটনা ঘটে। 

ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর অভিযোগ, বিএনপি-জামায়াত দুষ্ট-চক্র আওয়ামী লীগের নির্বাচনি অফিসে ভাঙচুর করে চলে গেছে।

ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. ফিরোজ কবির বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে দুর্বৃত্তরা চিহ্নিত।’  

উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নুরুজ্জামান বিশ্বাস বলেন, ‘নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিবের সন্ত্রাসীরা এ হামলা চালায়।’ তিনি এই ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন।

এসব অভিযোগের বিষয়ে বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিবের মন্তব্য জানতে মোবাইল ফোনে যোগাযোগ চেষ্টা করা হলে বন্ধ পাওয়া যায়। তবে বুধবার দিবাগত গভীর রাতে তিনি ফেসবুক লাইভে এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে