X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

‘বান্ধবী’র বাসায় গিয়ে ধর্ষণের শিকার: মূল হোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১১:০০

গ্রেফতার চট্টগ্রামে কথিত বান্ধবীর বাসায় গিয়ে এক তরুণীর ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত চান্দু মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ নভেম্বর) গভীর রাতে নগরীর পতেঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  এ তথ্য জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম।

এ নিয়ে এই ঘটনায় এক নারীসহ মোট চার জনকে গ্রেফতার করা হলো। ঘটনার পরপরই রবিবার অভিযান চালিয়ে অপর তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলো– নুরী আক্তার (২০) ও তার স্বামী মো. অন্তর (২২) ও রবিন হোসেন (২২)। অভিযোগ রয়েছে, এই তিন জন ধর্ষণ কাজে চান্দু মিয়াকে সহযোগিতা করেছেন।

এসআই নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার পর চান্দু মিয়া পলাতক ছিল। চান্দুকে পতেঙ্গায় নিজামউদ্দিন আউলিয়া মার্কেটের পাশে খালার বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

এর আগে রবিবার রাতে চান্দু মিয়ার বাসায় ওই তরুণী ধর্ষণের শিকার হন। চান্দু মিয়ার চারতলা বাড়িতে নুরী ও তার স্বামী ভাড়া থাকেন। অভিযোগ রয়েছে, নুরী আগে থেকে চান্দুকে অসামাজিক কাজে সহযোগিতা করে আসছিল। এই তরুণী ধর্ষণের ঘটনায় নুরী চান্দু মিয়াকে সহযোগিতা করেছে। 

ঘটনার পর পুলিশ জানিয়েছিল, ভিকটিম তরুণী সপ্তাহখানেক আগে ফেনী থেকে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে সিডিএ আবাসিক এলাকায় চাচার বাসায় বেড়াতে আসেন। তার চাচাতো বোনের বান্ধবী নুরী। সেই সূত্রে নুরীর সঙ্গেও ওই তরুণীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। রবিবার সন্ধ্যায় নুরী ওই তরুণীকে তার বাসায় বেড়াতে নিয়ে যায়। পরে রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার দিকে নুরী কৌশলে ওই তরুণীকে চান্দুর বাসায় নিয়ে যায়। নুরী তাকে বাসার ভেতরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে পাহারা দেয়। এ সময় চান্দু মিয়া ওই তরুণীকে ধর্ষণ করে। ঘটনার পর নুরী ওই তরুণীকে তার চাচার বাসায় পৌঁছে দেয়। কিন্তু বিধ্বস্ত অবস্থা দেখে তরুণীকে বাসার লোকজন জিজ্ঞেস করলে তিনি সবকিছু খুলে বলেন। এরপর তারা বিষয়টি থানা পুলিশকে অবহিত করে। এ ঘটনায় পরে ওই তরুণী থানায় মামলা দায়ের করেন।

আরও খবর: ‘বান্ধবীর’ বাসায় গিয়ে ধর্ষণের শিকার তরুণী, আটক দুই

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
গাজায় ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকের সংখ্যা বেড়ে ১৩৭
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কানে ডিভাইস নিয়োগ পরীক্ষার কেন্দ্রে বোন, বাইরে থেকে উত্তর বলার অপেক্ষায় ভাই
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
কাভার্ডভ্যান-লরির মুখোমুখি সংঘর্ষে দুই গাড়িতেই আগুন, প্রাণ গেলো একজনের
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়