X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

‘বান্ধবী’র বাসায় গিয়ে ধর্ষণের শিকার: মূল হোতা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৯ সেপ্টেম্বর ২০২০, ১০:৫৬আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১১:০০

গ্রেফতার চট্টগ্রামে কথিত বান্ধবীর বাসায় গিয়ে এক তরুণীর ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় মূল অভিযুক্ত চান্দু মিয়াকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৮ নভেম্বর) গভীর রাতে নগরীর পতেঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।  এ তথ্য জানিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা ডবলমুরিং থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম।

এ নিয়ে এই ঘটনায় এক নারীসহ মোট চার জনকে গ্রেফতার করা হলো। ঘটনার পরপরই রবিবার অভিযান চালিয়ে অপর তিনজনকে গ্রেফতার করা হয়। তারা হলো– নুরী আক্তার (২০) ও তার স্বামী মো. অন্তর (২২) ও রবিন হোসেন (২২)। অভিযোগ রয়েছে, এই তিন জন ধর্ষণ কাজে চান্দু মিয়াকে সহযোগিতা করেছেন।

এসআই নুরুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার পর চান্দু মিয়া পলাতক ছিল। চান্দুকে পতেঙ্গায় নিজামউদ্দিন আউলিয়া মার্কেটের পাশে খালার বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেফতার করি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’

এর আগে রবিবার রাতে চান্দু মিয়ার বাসায় ওই তরুণী ধর্ষণের শিকার হন। চান্দু মিয়ার চারতলা বাড়িতে নুরী ও তার স্বামী ভাড়া থাকেন। অভিযোগ রয়েছে, নুরী আগে থেকে চান্দুকে অসামাজিক কাজে সহযোগিতা করে আসছিল। এই তরুণী ধর্ষণের ঘটনায় নুরী চান্দু মিয়াকে সহযোগিতা করেছে। 

ঘটনার পর পুলিশ জানিয়েছিল, ভিকটিম তরুণী সপ্তাহখানেক আগে ফেনী থেকে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদে সিডিএ আবাসিক এলাকায় চাচার বাসায় বেড়াতে আসেন। তার চাচাতো বোনের বান্ধবী নুরী। সেই সূত্রে নুরীর সঙ্গেও ওই তরুণীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়। রবিবার সন্ধ্যায় নুরী ওই তরুণীকে তার বাসায় বেড়াতে নিয়ে যায়। পরে রাত সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টার দিকে নুরী কৌশলে ওই তরুণীকে চান্দুর বাসায় নিয়ে যায়। নুরী তাকে বাসার ভেতরে রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে পাহারা দেয়। এ সময় চান্দু মিয়া ওই তরুণীকে ধর্ষণ করে। ঘটনার পর নুরী ওই তরুণীকে তার চাচার বাসায় পৌঁছে দেয়। কিন্তু বিধ্বস্ত অবস্থা দেখে তরুণীকে বাসার লোকজন জিজ্ঞেস করলে তিনি সবকিছু খুলে বলেন। এরপর তারা বিষয়টি থানা পুলিশকে অবহিত করে। এ ঘটনায় পরে ওই তরুণী থানায় মামলা দায়ের করেন।

আরও খবর: ‘বান্ধবীর’ বাসায় গিয়ে ধর্ষণের শিকার তরুণী, আটক দুই

 

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে