X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

রামু বৌদ্ধ বিহারে হামলার আট বছর: বিচার প্রক্রিয়া নিয়ে সংশয়

আবদুল আজিজ, কক্সবাজার
২৯ সেপ্টেম্বর ২০২০, ১৬:২১আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২০, ১৮:০৬

রামু বৌদ্ধমন্দিরে হামলা (ফাইল ছবি)

২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রাতে এক সময়ের সাম্প্রদায়িক সম্প্রীতির শহর খ্যাত রামুর ১২টি বৌদ্ধ বিহার ও বসতিতে হামলা চালায় দুষ্কৃতকারীরা। সেই সময় ক্ষমতাসীন দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীর বিরুদ্ধে হামলায় অংশ নেওয়ার অভিযোগ ওঠে৷ এই হামলার আট বছর পর সম্প্রীতি কিছুটা ফিরলেও বিচার প্রক্রিয়া নিয়ে কাটেনি ধোয়াশা।

২০১২ সালের ২৯ ও ৩০ সেপ্টেম্বর। উত্তম বড়ুয়া নামে এক বৌদ্ধ যুবকের বিরুদ্ধে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ তুলে রাতের অন্ধকারে রামুর ১২ বৌদ্ধ বিহার, ৩০টি বসতঘর এবং উখিয়া- টেকনাফের ৭টি বৌদ্ধ বিহার ও ১১টি বসতঘরে হামলা ও অগ্নিসংযোগ করে দুষ্কৃতকারীরা। হামলা ও লুটপাট চালানো হয় আরও ৬টি বৌদ্ধ বিহার ও শতাধিক বসতঘরে। এ ঘটনার পর ৮ অক্টোবর রামু পরিদর্শনে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুনর্নির্মাণ করে দেন ক্ষতিগ্রস্ত বিহার ও ঘরবাড়ি।

ঘটনার ৮ বছরে এসে ভয়াবহ এ হামলার স্মৃতি মন থেকে কিছুটা সরে গেলেও বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ এ নৃশংস ঘটনায় এখনও বিচার পাননি। সঠিক বিচার হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। তবে তারা বিশ্বাস করেন রামুতে আগের মতো সম্প্রীতি ফিরে এসেছে। একইসঙ্গে অন্যান্য ধর্মের মানুষও সম্প্রীতির রামু আগের মতো এবং আগের সব ভুলে এখন সহবস্থানে বসবাস করছে। তারপরও বৌদ্ধ সম্প্রদায়ের লোকজনের দাবি, ওইঘটনার যেন বিচার হয়।

রামু বৌদ্ধমন্দিরে হামলা (ফাইল ছবি)

রামুর মন্ডলপাড়া এলাকার বাসিন্দা কলেজ পড়ুয়া ছাত্র রনজিত বড়ুয়া বলেন, সেই ভয়াল ঘটনা এখনও বিচলিত করে বৌদ্ধ সম্প্রদায়ের মানুষকে। তবে আগের মতো সব সম্প্রদায় আর ধর্মের মানুষ বসবাস করছে সম্প্রীতির বন্ধনে। অবশ্য, বৌদ্ধ মন্দিরে হামলার জড়িতরা এখনও আইনের আওতায় না আসায় হতাশ আমরা। সত্যিকারের অপরাধীদের বিচারের আওতায় নিয়ে আসার জন্য জোর দাবি জানাচ্ছি।

রামুর জোয়ারিয়ানালার বাসিন্দা বিজন বড়ুয়া জানান, ‘আমরা এখনও সুষ্ঠু বিচারের অপেক্ষায় রয়েছি। প্রকৃতপক্ষে যারা এ ঘটনায় জড়িত তাদের এখনও চিহ্নিত করা যায়নি। আমরা চাই খুব দ্রুত সময়ের মধ্যে তাদের বিচারের আওতায় নিয়ে আসা হোক।’

রামুর কেন্দ্রীয় সীমা বিহারের আবাসিক প্রধান শীলপ্রিয় ভিক্ষু বলেন, রামুতে সহিংসতার ঘটনা দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতিতে যে আঘাত হেনেছিল তা অনেকটা দূর হয়েছে। তবে বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতার কারণে আমি হতাশ।’

রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণয় চাকমা বলেন, ‘ওই ঘটনার পর দীর্ঘ ৮ বছরে রামু উপজেলা প্রশাসন থেকে শুরু করে ব্যাটালিয়ন, এপিবিএন ও রামু ১০ পদাতিক ডিভিশন বাংলাদেশ সেনাবাহিনী রয়েছে। এতে করে রামুতে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় সতর্ক নজর রয়েছে প্রশাসনের। উদ্ভুত যে কোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি রয়েছে। যাতে করে আর কোনও অপ্রীতিকর সে ব্যাপারে আমরা সবাই সজাগ রয়েছি।’

রামু বৌদ্ধমন্দিরে হামলা (ফাইল ছবি)  

কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট ফরিদুল আলম বলেন, ‘বৌদ্ধ মন্দির ও বসতিতে হামলার ঘটনায় সর্বমোট ২০টি মামলা দায়ের করা হয়। তৎমধ্যে বাদীর সম্মতিতে ১টি মামলা নিষ্পত্তি হয়। বাকি ১৯টি মামলার মধ্যে মাত্র ২ থেকে ৩টি মামলা আদালতে সাক্ষী গ্রহণ পর্যায়ে রয়েছে। তবে উপযুক্ত সাক্ষীর অভাবে বিচারকাজ বিলম্বিত হচ্ছে।’

রামু, উখিয়া ও টেকনাফে সহিংসতার ঘটনায় এজাহারভুক্ত ৩৭৮ জনসহ অজ্ঞাত আরও ১৫ হাজার ১৮২ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় ৯৩৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। 

/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
ছদ্মবেশে অভিযান চালিয়ে সাড়ে ১২ লাখ ইয়াবা উদ্ধার, নদীতে ঝাঁপিয়ে পালালো পাচারকারীরা
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
তীব্র গরমে কাজ করার সময় মাথা ঘুরে পড়ে দিনমজুরের মৃত্যু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
চার বছরে আট ফ্লপ, আসছে আরও এক হালি!
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড