X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

কাজু বাদাম প্রক্রিয়াজাতকরণ কারখানা উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী

নীলফামারী প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২০, ২০:৩০আপডেট : ০৪ অক্টোবর ২০২০, ২০:৩০

কাজু বাদাম প্রক্রিয়াজাতকরণ কারখানা উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী নীলফামারীতে কাজু বাদাম প্রক্রিয়াজাতকরণ কারখানার উদ্বোধন করা হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) বিকালে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের টিনিকুঠি বাজারে ‘জ্যাকপট ক্যাসু নাট ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ নামে ওই কারখানার ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন কৃষিমন্ত্রী ড. মুহাম্মদ আব্দুর রাজ্জাক।

উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের কৃষিকে প্রচলিত গতানুগতিক কৃষি নয়, আধুনিক বাণিজ্যিক কৃষিতে রূপান্তর করতে কাজ করছে সরকার। ধান উৎপাদন কমিয়ে কৃষিকে বহুমুখীকরণ করে শাক-সবজী, ফলমূলসহ অর্থকরী ফসল উৎপাদন করবো। যেগুলো আমরা নিজেরাও খাবো এবং বিদেশে রফতানি করবো। সে রফতানির মধ্যে সম্ভাবনাময় একটি ফসল কাজু বাদাম। বাংলাদেশে এর বিশাল সম্ভাবনা আছে।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষি বান্ধব উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ৯০ টাকার সারের দাম এক লাফে কমিয়ে ২৫ টাকায় এনেছিলেন। এ বছর সেটি আরও কমিয়ে হয়েছে ১৬ টাকায়। পাশপাশি ইউরিয়ার দাম হয়েছে ১২ থেকে ১৩ টাকা।’

কাজু বাদাম প্রক্রিয়াজাতকরণ কারখানা উদ্বোধন করলেন কৃষিমন্ত্রী কারখানা চত্বরে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. ইবনুল আরিফুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক মো. আব্দুল মুঈদ, জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রকল্প পরিচালক মো. মেহেদী মাসুদ, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. ওবায়দুর রহমান মণ্ডল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, দৈনিক অবজারভারের প্রধান প্রতিবেদক মহসীনুল করিম লেবু, চ্যানেল ২৪ এর জেষ্ঠ্য প্রতিবেদক ফয়জুল সিদ্দিকী।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ভুটানে আবার কোচ হয়ে যাচ্ছেন বাংলাদেশের বিদ্যুৎ
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
ধর্ষণ মামলা: প্রতিবেদন দাখিল পর্যন্ত জামিন পেলেন মুশতাক-ফাওজিয়া
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
সৌদি আরব পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড