X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

চবির সাবেক শিক্ষকের বাসায় ছাত্রীদের আসবাবপত্র চুরির দায় বিড়ালের!

চবি প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২০, ২০:৪৮আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২০:৫৮

চবির সাবেক শিক্ষক আব্দুল মুক্তাদিরের বাসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ফিন্যান্স বিভাগের আলোচিত সাবেক শিক্ষক অধ্যাপক আ.ন.ম. আব্দুল মুক্তাদিরের বাসায় ভাড়াটিয়া ছাত্রীদের জামাকাপড়সহ বিভিন্ন আসবাবপত্র চুরির ঘটনা ঘটেছে। তালাবদ্ধ বাসায় এই চুরির ঘটনায় বিড়ালের ওপর দায় চাপিয়েছেন অভিযুক্ত শিক্ষক। এমনকি বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ৪০ শতাংশ ভাড়া মওকুফের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে উল্টো শিক্ষার্থীদের হয়রানির অভিযোগ উঠেছে শিক্ষকের বিরুদ্ধে।

এ ঘটনায় সোমবার (১৯ অক্টোবর) ভুক্তভোগী ছাত্রীরা প্রক্টর বরাবর ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভুঁইয়া বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ওই শিক্ষকের বিরুদ্ধে এর আগেও অনেকগুলো অভিযোগ ছিল। আমরা বিষয়টা সমাধানের চেষ্টা করছি। আশা করি দ্রুত আমরা সমাধান করতে পারবো।

ঘটনার বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থীরা বলেন, করোনার ছুটিতে বাড়ি চলে যাওয়ার দীর্ঘদিন পর দরকারি জিনিসপত্র নেওয়ার জন্য কুমিল্লা থেকে ক্যাম্পাসে আসি। কিন্তু বাসায় ঢুকতে চাইলে বাসা মালিক মুক্তাদির বকেয়া উসুল করিয়ে প্রায় এক ঘণ্টা পর বাসায় ঢুকতে দেয়। এসময় ৪০ শতাংশ ভাড়া মওকুফের নোটিশ তিনি মানেননি।

চবির সাবেক শিক্ষক আব্দুল মুক্তাদির তারা বলেন, আমরা যাওয়ার সময় আমাদের বিছানা ও জিনিসপত্র সব গুছিয়ে রেখে গিয়েছিলাম। কিন্তু গতকাল এসে দেখি বাসার সব জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে। বাসার সিলিংফ্যান, মাল্টিপ্লাগ, ছাতাসহ আরও অনেক ব্যবহারের জিনিস আমরা আসার পর খুঁজে পাচ্ছি না। এ নিয়ে আমরা তাৎক্ষণিক বাড়িওয়ালাকে জানালে উনি বললেন এসব বিড়ালের কাজ। অথছ বাসার দরজা জানালা সবকিছু বন্ধ ছিল। বিড়াল প্রবেশের প্রশ্নই আসে না।

এ বিষয়ে জানতে অভিযুক্ত সাবেক চবি শিক্ষক আ.ন.ম. আব্দুল মুক্তাদিরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে ফোন কেটে দেন।

এর আগে, বিভিন্ন সময়ে ভাড়াটিয়া ছাত্রীদের হয়রানির অভিযোগে আলোচনায় এসেছিলেন আব্দুল মুক্তাদির। গত ৬ জুলাই রাতে বিশ্ববিদ্যালয়ের দুই জন শিক্ষার্থী ওই বাসায় প্রবেশ করতে চাইলে তাদেরকে ছুরি নিয়ে ধাওয়া করেন অভিযুক্ত শিক্ষক। পরে ভুক্তভোগী শিক্ষার্থীরা প্রক্টর বরাবর অভিযোগ দায়ের করলে প্রক্টরিয়াল বডি বিষয়টি মিটমাট করে। এছাড়া গত বছর ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার সময় বাসায় ভর্তি পরীক্ষার্থীদের আশ্রয় দিলেই জনপ্রতি ৫০০ টাকা করে চাঁদা নেওয়ার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আওয়ামী লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আওয়ামী লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি