X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বরিশালে নদী থেকে নারী কর্মকর্তাকে উদ্ধার

বরিশাল প্রতিনিধি
২১ অক্টোবর ২০২০, ২৩:২৩আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২৩:৪৫

বরিশাল

বরিশালের উজিরপুর উপজেলার কালিবাজার এলাকায় সন্ধ্যা নদী থেকে বরিশাল ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্স অফিসের এক নারী কর্মকর্তাকে (২৮) উদ্ধার করেছে এলাকাবাসী। বুধবার (২১ অক্টোবর) রাত ৯টায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

তিনি ৩১তম বিসিএস ব্যাচের কর্মকর্তা। তার স্বামী বেসরকারি একটি ব্যাংকের কর্মকর্তা। নগরীর সদর রোডস্থ সেডোনা আবাসিক হোটেল সংলগ্ন এলাকায় তাদের বাসা।

ওই নারী কর্মকর্তা জানান, বুধবার বিকালে তিনি বাসযোগে বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের ইচলাদি বাসস্ট্যান্ড আসেন। এরপর হাঁটতে হাঁটতে শিকারপুর ব্রিজে যান। ব্রিজের মাঝ বরাবর যাওয়ার পর রেলিং থেকে নদী দেখছিলেন। এসময় তিনি নদীতে পড়ে যান। সাঁতার জানা থাকায় কোনোভাবে সাঁতরে তীরে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু কোনও নৌকা কিংবা কাউকে না দেখে ডাক-চিৎকারও দেন। এভাবে কিছুদূর যাওয়ার পর গ্রামবাসী তাকে উদ্ধার করেন।

নারী কর্মকর্তাকে উদ্ধার করা গ্রামবাসী জসিম বেপারী জানান, নদীর পাড় থেকে অন্ধকারের মধ্যে দেখতে পান হাত উঁচিয়ে কেউ বাঁচার চেষ্টা করছেন। এরপর ভালোভাবে দেখার চেষ্টা করেন। এসময় তার নজরে আসে এক মহিলা হাবুডুবু খাচ্ছেন। সঙ্গে সঙ্গে তিনি নৌকা ও ট্রলার নিয়ে ওই মহিলাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে আসেন এবং থানায় খবর দেন।

এ বিষয়ে উজিরপুর মডেল থানার ওসি জিয়াউলা আহসান বলেন, উদ্ধার নারী কর্মকর্তা বলছেন ব্রিজের ওপর থেকে তিনি মাথা ঘুরে পড়ে গেছেন। কিন্তু বিষয়টি সন্দেহজনক। তিনি অসুস্থ বিধায় বেশিকিছু জিজ্ঞাসা করা হয়নি। আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া তার পরিবারের সদস্যদের সঙ্গেও যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
আ.লীগ নেতার বাড়িতে চাঁদাবাজির অভিযোগে পুলিশ সদস্য আটক
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
হিজরি সনের সঙ্গে ইসলামের সম্পর্ক গভীর যে কারণে
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল