X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

নিত্যপণ‌্যের বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ: জিএম কাদের

লালমনিরহাট প্রতিনিধি
২২ অক্টোবর ২০২০, ১৬:৩৫আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৭:০৩

 

 জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ। এর বড় প্রমাণ আলুর দাম। মুক্তবাজার অর্থনীতিতে পণ্যের দাম বেধে দিয়ে কোনও লাভ হয় না। নিয়ন্ত্রণ মানে চাহিদার সঙ্গে পর্যাপ্ত পণ্য সরবরাহ নিশ্চিত করা। নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করা সরকারের পক্ষে কোনও বিষয় নয়। কিন্তু সেই নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করতে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে।’

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে লালমনিরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা জাতীয় পার্টি আয়োজিত যোগদান ও মতবিনিময় সভায় সাবেক বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এসব কথা বলেন।

বিএনপি ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কঠোর সমালোচনা করে জাপা চেয়ারম্যান আরও বলেন, ‘বিএনপি এখন নেতৃত্ব শূন্য অবস্থায় চোরাবালিতে আটকে আছে। তাদের নেতা বেগম খালেদা জিয়া সরকারের সঙ্গে আপস করে জামিনে বাইরে থাকলেও রাজনীতি করতে পারছেন না। অথচ তিনি নাকি আপসহীন নেত্রী। তাহলে তিনি কিসের আপসহীন? এতে দেখবেন, তাদের দলীয় চেইন অব কমান্ড ভেঙে পড়েছে। তারেক রহমানের সাজা হয়েছে। তিনিও দেশে আসতে পারছেন না। তার দেশে আসা অনিশ্চিত। এখন দেশের মানুষের কাছে জাতীয় পার্টি ছাড়া বিকল্প কোনও দল নেই। আমরা জাতীয় পার্টিকে শক্তিশালী করে প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও দলের প্রতিষ্ঠাতা হুসেইন মুহাম্মদ এরশাদের কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে যাবো।’

সংসদের বিরোধী দলীয় উপনেতা আরও বলেন, ‘জনসমর্থনের দিক থেকে দেশে শক্তিশালী তিনটি পার্টি আছে। এরমধ্যে বিএনপির অবস্থা শোচনীয়, নেতৃত্ব শূন্য। আওয়ামী লীগ টানা ক্ষমতায় থাকার কারণে অনেক মানুষের আস্থা হারিয়েছে। বিএনপি-আওয়ামী লীগকে মানুষ না চাইলে বিকল্প হিসেবে জাতীয় পার্টির জন্য সোনালী দিন অপেক্ষা করছে। আমরা গ্রহণযোগ্য নেতাকর্মীদের সমন্বয়ে জাতীয় পার্টিকে একটি ভালো রাজনৈতিক দল হিসেবে গড়ে তুলবো। যেখানে ঘুষখোর, বাটপার, দুর্নীতিবাজ ও মুক্তিযুদ্ধের বিপক্ষের কোনও মানুষের জায়গা হবে না, দলে কোনও ভেজাল মানুষ নেবো না। জাতীয় পার্টিকে একটি ব্র্যান্ড হিসেবে তৈরি করতে চাই।’ এজন্য দেশের মানুষ ও গণমাধ্যমের সহযোগিতা চান তিনি।

লালমনিরহাট জেলা জাতীয় পার্টির সদস্য সচিব সেকেন্দার আলীর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব মোস্তফা সেলিম বেঙ্গল, জেলা জাপা সদস্য সচিব সেকেন্দার আলী, জাতীয় পার্টির নেতা এসএম ওয়াহিদুজ্জামান সেনা প্রমুখ।

প্রসঙ্গত, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধী দলীয় উপনেতা সাবেক বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের চার দিনের সফরের দ্বিতীয় দিন অতিবাহিত করলেন। তিনি বৃহস্পতিবার বিকালে লালমনিরহাট পৌরসভা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করবেন। শুক্রবারও লালমনিরহাট সদর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন শেষে শনিবার রংপুর হয়ে ঢাকার পথে রওয়ানা হবেন বলে ব্যক্তিগত কর্মকর্তা অ্যাডভোকেট আবু তৈয়ব নিশ্চিত করেছেন।

 



/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
দাবদাহে ট্রাফিক পুলিশ সদস্যদের তরল খাদ্য দিচ্ছে ডিএমপি
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া