X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

বিএনপি করে শুনলে কেউ মেয়েও বিয়ে দিতে চাইছে না: হানিফ

কুষ্টিয়া প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২০, ১৯:৩৬আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২০:৩৯

কুষ্টিয়ায় সাংবাদিকদের মুখোমুখি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলেছেন, তার দল এখন এতই দৈন্য যে বিএনপি করে এটা শুনলে কেউ মেয়েও বিয়ে দিতে চাইছে না। বিভিন্ন কর্মকাণ্ডের কারণে তারা সমাজে এতই অগ্রহণযোগ্য এবং এতটাই ঘৃণিত হয়ে গেছে যে, মানুষ তাদের সঙ্গে কোনও সম্পর্কই স্থাপন করতে চায় না। এর জন্য চরম হতাশায় তারা নানা সময়ে অসংলগ্ন কথাবার্তা বলছেন।’

শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোটারি ক্লাবের আয়োজনে করোনা রোগীদের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ইউনিটের ক্ষমতা বৃদ্ধি প্রসঙ্গে আলোচনা সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মাহবুব উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ কখনোই দলীয় পদ কেনাবেচার রাজনীতি করে না। এই অভ্যাস আওয়ামী লীগের নেই, এটা বিএনপির কাজ।

হানিফ দাবি করেন, দলীয় পদ কেনাবেচার অভ্যাস বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান করেছিলেন। উনি যখন দল গঠন করেছিলেন, তখন বিভিন্ন দল ভেঙে তার দলে যোগদান করানোর জন্য টাকা দিয়ে পদ কেনাবেচা করেছিলেন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রসঙ্গে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, কোনও সিন্ডিকেটের কাছেই সরকার জিম্মি হয়নি। সরকার কঠোর অবস্থানে আছে। এ সরকার জনগণের সরকার। জনগণের জন্য যখন যা করার তাই করছে।

কুষ্টিয়ায় জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য মাহবুব উল আলম হানিফ।

এর আগে রোটারি ক্লাব আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হানিফ। এ সময় রোটারিয়ান অজয় সুরেকারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন, জেলা পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত, কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার নুরুন নাহার বেগম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) কুষ্টিয়ার সভাপতি ডাক্তার মুস্তানজিদ প্রমুখ।

পরে মাহবুব উল আলম হানিফ কুষ্টিয়া জেলা প্রশাসকের সভাকক্ষে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ক মত বিনিময় সভায় যোগ দেন। সভায় উপস্থিত ছিলেন কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য আ. কা. ম. সরওয়ার জাহান বাদশা, কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাব জর্জ প্রমুখ।

/টিএন/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে