X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

‘বেশি কথা বললে পিটিয়ে নরসিংদী পাঠিয়ে দেবো’

মোয়াজ্জেম হোসেন, লালমনিরহাট
১৪ নভেম্বর ২০২০, ১২:১৭আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১৩:২৪

লালমনিরহাটের জেলা প্রশাসকের কাছে ১৮ কর্মকর্তার অভিযোগ

‘বেশি কথা বললে পিটিয়ে নরসিংদী পাঠিয়ে দেবো। উপজেলা পরিষদ কি তোর বাবার সম্পত্তি? উপজেলা পরিষদ কি তুই চালাবি?’−এসব কথা বলে লালমনিরহাটের আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিনকে উপজেলা চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস গালিগালাজ করেছেন বলে অভিযোগ উঠেছে। চেয়ারম্যানের বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে অসদাচরণের লিখিত অভিযোগ করেছেন ইউএনও ও উপজেলার ১৭ দফতরের কর্মকর্তারা।

ইউএনওসহ কর্মকর্তাদের স্বাক্ষরিত অভিযোগপত্রের একটি কপি শুক্রবার (১৩ নভেম্বর) রাতে বাংলা ট্রিবিউনের হাতে এসেছে। তবে উপজেলা চেয়ারম্যান অভিযোগের বিষয়ে অস্বীকার করেছেন।

এদিকে জেলা প্রশাসক অভিযোগ পাওয়ার পর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক (ডিডিএলজি) রফিকুল ইসলামকে তদন্ত কর্মকর্তা নিয়োগ করেছেন বলে জানান।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা চলার সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কাছে ভিজিডি ও মাতৃত্বকালীন ভাতার কার্ডের অংশ দাবি করেন। এ সময় ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন বিধি মোতাবেক তালিকা প্রণয়নের কথা বললে ক্ষিপ্ত হয়ে সভাস্থল ত্যাগ করেন উপজেলা চেয়ারম্যান। এর কিছুক্ষণ পরে ইউএনও অফিস সংলগ্ন করিডোরে লাগানো সিসি টিভি ক্যামেরাটি উপজেলা চেয়ারম্যান তার একজন ব্যক্তিগত লোক দিয়ে খুলে ফেলতে থাকেন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টিতে এলে তিনি তাৎক্ষণিকভাবে সিসি টিভি ক্যামেরা খোলার দৃশ্যটি মোবাইল ক্যামেরা দিয়ে ছবি তুলতে গেলে চেয়ারম্যান অকথ্য ভাষায় গালমন্দ করেন। এ সময় চেয়ারম্যান ইউএনওকে বলতে থাকেন, ‘বেশি কথা বললে পিটিয়ে নরসিংদী (ইউএনও’র বাড়ি) পাঠিয়ে দেবো। উপজেলা পরিষদ কি তোর বাবার সম্পত্তি? উপজেলা পরিষদ কি তুই চালাবি?'

এ অবস্থায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উপজেলা চেয়ারম্যানকে নিবৃত্ত করার চেষ্টা করলে তাকেও ‘ঘাড় ধরে উপজেলা পরিষদ থেকে বের করে দেবো’ বলে হুমকি দেওয়া হয়। চিঠিতে আরও বলা হয়েছে, এ সময় অন্যান্য অফিসার এর প্রতিবাদ জানালে তাদেরও গালিগালাজ করেন চেয়ারম্যান।

এদিকে খবর পেয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা নুরেলা আকতারকে চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস তার অফিস কক্ষে ডেকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। তিনি কর্মচারী ডেকে বলতে থাকেন, ‘বেয়াদবটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দাও। রাস্তায় কেউ মানহানি ঘটালে এর দায় কেউ নেবে না।’

জেলা প্রশাসকের কাছে পাঠানো লিখিত আবেদনের অনুলিপি সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি ও রংপুর বিভাগীয় কমিশনারকে অনুলিপি দেওয়া হয়েছে। অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ মোট ১৮ জন কর্মকর্তার স্বাক্ষর রয়েছে।

আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, ‘উপজেলা চেয়ারম্যান মহোদয়ের সবকিছুই ঠিক আছে। তিনি একজন উচ্চশিক্ষিত মানুষ। কিন্তু উনার ব্যবহার বা আচরণটা ভালো নয়। এভাবে কেউ কাজ করতে পারে না। আমরা সবকিছুই মানিয়ে নেওয়ার চেষ্টা করছিলাম। কিন্তু হচ্ছিল না। গত বৃহস্পতিবারের (১২ নভেম্বর) ঘটনায় বাধ্য হয়েই জেলা প্রশাসক মহোদয়ের কাছে লিখিতভাবে প্রতিকার চেয়েছি।’

তিনি আরও বলেন,  ‘লিখিত প্রতিকার চাওয়ার আগে আমরা জেলা প্রশাসক মহোদয়ের ওখানে অপেক্ষা করেছি হয়তো তিনি এসে বিষয়টি সুরহা করবেন। কিন্তু তিনি কথা দিয়েও আর আসেননি। পরে আমরা লিখিত দিয়েছি।’

ইউএনও বলেন, ‘অভিযোগে যা যা লিখিত রয়েছে, তার সবকিছুই প্রমাণ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘উপজেলা চেয়ারম্যান মহোদয়ের আশপাশের কিছু লোকজন তার কান ভারি করে থাকে। এসব লোকজনের মধ্যে কয়েকজনের কথায় তিনি আমাদের কর্মকর্তাদের সঙ্গে খারাপ আচরণ করেন বলে মনে হয়। তিনি মনে করেন, আমরা এখানে সবাই দুর্নীতিগ্রস্ত। উনার দৃষ্টিতে সবসময় সন্দেহ।’    

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ১৮ কর্মকর্তার অভিযোগের বিষয়ে পড়ে শোনালে উপজেলা চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস মোবাইলে বলেন, ‘আমি কাউকে খারাপ কিছু বলিনি। ইউএনও সব কর্মকর্তাকে একত্র করে আমার বিরুদ্ধে জেলা প্রশাসক মহোদয়ের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগপত্রে যে ভাষায় লেখা হয়েছে, এসবের কোনও ভিত্তি নেই। আমি সঠিক তদন্ত চেয়েছি।’

তিনি বলেন, ‘স্থানীয় জনগণের অভিযোগ, উপজেলার অফিসগুলোতে সীমাহীন অনিয়ম ও দুর্নীতি চলছে। জনগণকে হয়রানি করা হয়। উপজেলার প্রত্যেক দফতরের প্রধানদের অনিয়ম, দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে বলেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক সুশাসন নিশ্চিত করতে বলেছি। আমার এ কথাগুলো বিএনপি-জামায়াত সমর্থন করে কতিপয় কর্মকর্তা স্বাভাবিকভাবে নেয়নি। বরং উল্টো আমাকে নিয়ে ষড়যন্ত্র করে আসছে। এ অভিযোগ তারই ফসল।’

তিনি আরও বলেন, ‘আমি কখনও কারও সঙ্গে কোনও অন্যায় করিনি। জনগণের বিপুল ভোটে নির্বাচিত একজন জনপ্রতিনিধি হিসেবে এবং মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলি। আমার পরিবার আওয়ামী লীগের রাজনীতি করে, তাই কোনও কোনও কর্মকর্তা এতে রুষ্ট হয়ে এই অভিযোগে ইউএনও’র সঙ্গে শামিল হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমার পিতা জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক সামসুল ইসলাম সুরুজকে ২০০৩ সালে যেভাবে হত্যা করা হয়েছে, এখনও বিচার হয়নি। এখন আমার বিরুদ্ধেও নানা ষড়যন্ত্র চলছে।’ 

অপর এক প্রশ্নের জবাবে বলেন, ‘প্রাণিসম্পদ কর্মকর্তার সঙ্গে যে কথা হয়েছে, তা তিনি না বলে উল্টোভাবে উপস্থাপন করেছেন। এটা একজন দায়িত্বশীল ব্যক্তি করতে পারেন না। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা যা করছেন, সেটাও আপনারা (গণমাধ্যম) তদন্ত করে দেখেন, আসলে ভেতরের ঘটনা অন্য কিছু আছে কিনা।’

লালমনিরহাট জেলা প্রশাসক মো. আবু জাফর বলেন, ‘স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক (ডিডিএলজি) ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রফিকুল ইসলামকে  তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দিয়েছি। আগামী তিন কর্মদিবসের মধ্যে তাকে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর তা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হবে।’

/এফএস/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ