X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

আদিতমারী ইউএনও’র বিরুদ্ধে উপজেলা চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

লালমনিরহাট প্রতিনিধি
১৫ নভেম্বর ২০২০, ১৩:৪০আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১৩:৪০



উপজেলা চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েসের সংবাদ সম্মেলন লালমনিরহাটের আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন উপজেলা চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েসের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য ও গালমন্দ করেছেন বলে অভিযোগ করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) বিকালে উপজেলার ভাদাই ইউনিয়নের আদিতমারী উত্তরপাড়া এলাকায় নিজ বাড়ির উঠানে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন উপজেলা চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস।

এ সময় লিখিত বক্তব্যের দুই পৃষ্ঠার কাগজের পাশাপাশি ইউএনও’র বিরুদ্ধে অনিয়মের অভিযোগের বিভিন্ন প্রকল্পের কাগজসহ ৫১ পৃষ্ঠার প্রমাণাদি সাংবাদিকদের সরবরাহ করা হয়।   

লিখিত বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, ‘গত বৃহস্পতিবার (১২ নভেম্বর) আমার বিরুদ্ধে জেলা প্রশাসক মহোদয়ের কাছে অসত্য ও মনগড়া অভিযোগ করা হয়েছে। মূলত মম্প্রতি সামাজিক নিরাপত্তা বেষ্টনি প্রকল্পের আওতায় সুবিধাভোগী ব্যক্তির তালিকায় ব্যাপক অসংগতি ও অনিয়মের অভিযোগ ওঠে। এসব বিষয়ে ১২ নভেম্বরের সমন্বয় সভায় ভিজিডি কার্ড বিতরণ ও তালিকা প্রস্তত করণে সংশ্লিষ্ট কর্মকর্তাসহ দায়িত্বশীলদের অনিয়ম ও দুর্নীতি না করার তাগিদ প্রদান করি। এতে উপজেলা নির্বাহী অফিসারসহ ওই কর্মকর্তা আমার ওপর ক্ষিপ্ত হয়ে অশোভন আচরণের চেষ্টা করলে আমি সম্মান রক্ষার্থে সভাস্থল ছেড়ে নিজ কক্ষে চলে আসি। আসার সময় করিডোরের সিসিটিভির সংযোগটি বিচ্ছিন্ন দেখতে পেয়ে আমার ব্যক্তিগত কর্মকর্তাকে সেটি পরীক্ষার জন্য বলি। এ সময় ইউএনও সেখানে উপস্থিত হয়ে আমার সহকারী হুমায়ুনের সঙ্গে অশোভন আচরণ করেন এবং মারপিট করতে তেড়ে যান। এ সময় আমি এগিয়ে গেলে আমাকেও অবজ্ঞা করে নানা কথাবর্তা শোনান ইউএনও।’

তিনি অভিযোগ করেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন যোগদানের পর থেকে উপজেলাটিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছেন। প্রত্যেকটি কাজেই উৎকোচ আদায় করেন তিনি। তার অনিয়ম দুর্নীতিতে ঠিকাদার, ইউপি চেয়ারম্যান, অধস্তন কর্মকর্তা-কর্মচারীরা অতিষ্ট হয়ে উঠেছেন। কিন্তু ভয়ে কেউ-ই মুখ খোলার সাহস পান না।’

এ ব্যাপারে জানতে চাওয়া হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন, ‘উপজেলা চেয়ারম্যান  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে যেসব অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এ ধরনের কোনো অনিয়ম বা দুর্নীতির সঙ্গে জড়িত নই। এছাড়া আপত্তিকর কোনও মন্তব্যও আমি করিনি।’

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
মাড় ফেলে ভাত রান্না হলে ‘১৫ ভাগ অপচয় হয়’
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
বন ও বনভূমি রক্ষায় কর্মকর্তাদের নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
মোনাকোর হারে লিগ ওয়ান চ্যাম্পিয়ন পিএসজি
সর্বাধিক পঠিত
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
ভূমি ব্যবস্থাপনায় চলছে জরিপ, যেসব কাগজ প্রস্তুত রাখতে হবে
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
এমন আবহাওয়া আগে দেখেনি ময়মনসিংহের মানুষ
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
‘হিট অফিসার’: পদ কীভাবে নেতিবাচক হয়ে ওঠে
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
স্কুলে আসার আগেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন শিক্ষক
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ
প্রাথমিক বাদে সোমবার ৫ জেলার সব স্কুল-কলেজ-মাদ্রাসা বন্ধ