X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

বৃদ্ধকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা

সাতক্ষীরা প্রতিনিধি
২৭ নভেম্বর ২০২০, ০৫:০১আপডেট : ২৭ নভেম্বর ২০২০, ০৫:০২

সাতক্ষীরা জেলা



সাতক্ষীরার কলারোয়ায় কৃষক মোসলেম উদ্দীন বিশ্বাসকে গলা কেটে হত্যা করার ঘটনায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে নিহতের ছেলে মোস্তাফিজুর রহমান বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে কলারোয়া থানায় এ মামলা দায়ের করেন।

নিহতের স্ত্রী আছিয়া খাতুন জানান, ‘জমি নিয়ে বিরোধসহ দেয়াড়া দাখিল মাদ্রাসার সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় অহেদ আলীর সঙ্গে তার স্বামীর বিরোধ চলছিল। তিন বছর আগে তার স্বামীকে মারপিটও করে অহেদসহ তার লোকজন।’

আছিয়া খাতুন আরও জানান, ‘তার দু’ছেলের মধ্যে ছোট ছেলে বাচ্চু মালয়েশিয়ায় থাকে। বাচ্চুর দেওয়া টাকা দিয়ে কয়েক মাস আগে বাড়ি থেকে কয়েকশ’ গজ দূরে নতুন বাড়ি তৈরি করা হয়। নতুন বাড়িতে তারা মাঝে মাঝে অবস্থান করতেন। মঙ্গলবার তিনি দুর্ঘটনায় আহত তার ভাই বাবুকে দেখতে ছোট মেয়ে নার্গিসকে নিয়ে বাপের বাড়ি সাতক্ষীরা শহরের সুলতানপুরে যান। নার্গিস বুধবার দুপুরে বাড়ি ফিরে যায়। মঙ্গলবার রাত ১০টার দিকে তার স্বামী ভাত খেয়ে নতুন বাড়িতে যায়। সকালে তিনি বাড়িতে আসেননি। বাড়ির লোকজন ওই বাড়িতে গিয়ে বাইরে থেকে ঘর তালাবদ্ধ অবস্থায় দেখতে পায়। ফলে তার স্বামীকে সম্ভাব্য সকল জায়গায় খোঁজ করেও না পেয়ে বুধবার সন্ধ্যায় তালা ভেঙে দেখতে পায় গলাকাটা লাশ।’

মাদ্রাসা ও জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে তার স্বামীকে হত্যা করা হতে পারে বলে তিনি প্রাথমিকভাবে ধারণা করছেন।

কলারোয়া থানার ওসি (তদন্ত) হারান চন্দ্র পাল জানান, ‘নিহতের মরদেহ ময়না তদন্ত শেষে বৃহস্পতিবার বিকালে স্বজনদের হাতে তুলে দেওয়া হয়েছে।’

তিনি আরও জানান, ‘এ ঘটনায় নিহতের ছেলে মোস্তাফিজুর রহমান বাদী হয়ে কারও নাম উল্লেখ না করে হত্যা মামলা দায়ের করেছেন।’

/টিএন/
সম্পর্কিত
ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল বহরে বোমা হামলা
ঘুমের ওষুধ খাইয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে স্ত্রীর ‘আত্মহত্যা’
সুন্দরবনে মধু সংগ্রহ করা ব্যক্তির ওপর ঝাঁপিয়ে পড়লো বাঘ, নিয়ে গেলো গহীন বনে
সর্বশেষ খবর
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, সবার আগে লাফ দেওয়া মাস্টার নিখোঁজ
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
জাকার্তায় সোনা জিতে বাংলাদেশ পুলিশের ভানরুমের চমক
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
রাব্বির ব্যাটে শাইনপুকুরকে হারালো শেখ জামাল
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সমবায় সমিতির নামে কোটি টাকার দুর্নীতি: দুদকের অনুসন্ধান শুরু
সর্বাধিক পঠিত
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
কেন গলে যাচ্ছে রাস্তার বিটুমিন?
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা