X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

স্ত্রীকে ধর্ষণচেষ্টার বিচার না পেয়ে শহীদ মিনারে কাঁদলেন স্বামী

সুনামগঞ্জ প্রতিনিধি
২৯ নভেম্বর ২০২০, ০৭:৪৬আপডেট : ২৯ নভেম্বর ২০২০, ০৭:৫০

 সুনামগঞ্জের শাল্লা উপজেলার এক হতদরিদ্র দিনমজুর কৃষি শ্রমিকের স্ত্রীকে ধর্ষণচেষ্টা ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার না পেয়ে সুনামগঞ্জ শহীদ মিনারে শিশু সন্তান নিয়ে মানবন্ধন করেছেন ওই অসহায় স্বামী। এসময় ওই দিনমজুর, তার বৃদ্ধা মা ও দুই শিশুকে নিয়ে কান্নায় ভেঙে পড়েন। শনিবার (২৮ নভেম্বর) বিকালে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে নারী নির্যাতনকারী বখাটে ও বিচার পাওয়ার ক্ষেত্রে পুলিশের অসহযোগিতার বিচার দাবি করে অসহায় পরিবারটি।

মানববন্ধন চলাকালে নির্যাতনের শিকার গৃহবধূর স্বামী অভিযোগ করেন, উপজেলার আনন্দপুর গ্রামের মধু দাসের ছেলে প্রজেশ দাস দীর্ঘদিন ধরে তার স্ত্রীকে কুপ্রস্তাব দিয়ে আসছে। বাড়ি থেকে বের হলেই তার স্ত্রীকে অশ্লীল কথাবার্তা বলে। গত বুধবার (১৮ নভেম্বর) বিকালে মদ খেয়ে তার স্ত্রীর শ্লীলতাহানির চেষ্টা করে প্রজেশ। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। পরে গত শনিবার (২১ নভেম্বর) রাতে আবারও ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা চালায় প্রজেশ। এ সময় নির্যাতনের শিকার নারী ও তার শ্বশুর-শাশুড়ির চিৎকারে প্রজেশ দাস পালিয়ে যায়। এ ঘটনায় রবিবার (২২ নভেম্বর) আবারও থানায় লিখিত অভিযোগ নিয়ে যান ওই নারী।

নির্যাতনের শিকার নারীর স্বামী জানান, সর্বশেষ অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেন শাল্লা থানার এসআই সেলিম মিয়া। পরে গৃহবধূর দিনমজুর স্বামী নিজ বাবা ও মা এবং স্থানীয় ইউপি সদস্যকে নিয়ে থানায় যান। তবে মামলা না নিয়ে পুলিশ সময় নষ্ট করছে বলে অভিযোগ করেন তিনি।

শাল্লা থানার ওসি নাজমুল হক বলেন, আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। কোনও সত্যতা না পাওয়ায় মামলা নেওয়া হয়নি। তবে বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে আরও একজন অফিসারকে দিয়ে তদন্ত করিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলেছিলাম। এর আগেই তিনি সুনামগঞ্জে গিয়ে মানববন্ধন করেছেন বলে উষ্মা প্রকাশ করে ওসি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
তীব্র গরমে সিল্কসিটি ট্রেনে আগুন
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
দ্বিতীয় বিয়ে করায় স্বামীর অঙ্গহানি করলেন স্ত্রী
প্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
ভারতে দ্বিতীয় দফায় ভোটপ্রচণ্ড গরমেও ভোটকেন্দ্রে ভোটার, ভোটদানের হার ৬১ শতাংশ
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
‘খেলাধুলার মাধ্যমে বেড়ে ওঠা ব্যক্তিরা দ্রুত নেতৃত্ব দিতে সক্ষম’
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!
হোটেল রুম থেকে এই ৫ জিনিস নিয়ে আসতে পারেন ব্যাগে ভরে!