X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

জমি দখল করতে গিয়ে বহিষ্কৃত যুবলীগ নেতা পিটুনি খেয়ে হাসপাতালে

মানিকগঞ্জ প্রতিনিধি
০৫ ডিসেম্বর ২০২০, ১৮:৪০আপডেট : ০৫ ডিসেম্বর ২০২০, ১৮:৪২

মানিকগঞ্জ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা যুবলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আব্দুল খালেকসহ যুবলীগের আরও কয়েকজন কর্মী অন্যের জমি দখল করতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার পূর্ব কুষ্টিয়া এলাকায় এই ঘটনা ঘটে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বিষয়টি শুনেছেন বলে জানিয়েছেন।

এসব বিষয়ে জানতে চাইলে আব্দুল খালেক বলেন, তার এক খালাতো ভাইয়ের চাচার সঙ্গে ৩২ শতাংশ জমি নিয়ে স্থানীয় আতাউর রহমান আতা গং দের বিরোধ রয়েছে। এসব বিষয়ে বিজ্ঞ আদালতে মামলাও চলমান। সকালে ওই জমিতে গেলে আতাসহ স্থানীয় লোকজন তাদের মারধর করেন। পরে তিনিসহ যুবলীগের আরেক কর্মী গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

এ বিষয়ে আতাউর রহমান আতা জানান, তিনিসহ স্থানীয় চার জন মিলে বাড়ি করার জন্য ৩২ শতাংশ জমি ক্রয় করেন। যার সব কাগজ পত্রাদিও রয়েছে। এছাড়া ওই জমি নিয়ে প্রতিপক্ষ বাচ্ছু মিয়ার সঙ্গে আদালতে মামলাও চলমান। সকালে যুবলীগের নেতা আব্দুল খালেকের নেতৃত্ব ১৫-২০ জন নেতা কর্মী জমি দখল করতে যায়। অথচ ওই জমির সঙ্গে খালেকের কোনও সম্পর্ক নেই। এছাড়াও ওই নেতাকর্মীরা তার (আতার) স-মিলে হামলা চালিয়ে ভাঙচুর করে। এসময় তাদের হামলায় স-মিল শ্রমিক মজনু মিয়া আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মঞ্জুরুল ইসলাম মঞ্জু বলেন, 'দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে সাটুরিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেককে আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।'

সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সজিব সরকার বলেন, 'মারামারির ঘটনায় খালেকসহ দুজন হাসপাতালে ভর্তি হয়েছেন। খালেকের বাম চোঁখের ওপরে কোপের আঘাত রয়েছে। সেখানে সেলাই করা হয়েছে। আহত ব্যক্তিদের চিকিৎসা চলমান রয়েছে।'

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম বলেন, 'জমি নিয়ে বিরোধের জের ধরে মারামারির ঘটনা মুঠোফোনে জানতে পেরেছি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।'

 

/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
ছাত্রলীগের ‘অনুরোধে’ গ্রীষ্মকালীন ছুটি পেছালো রাবি প্রশাসন
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত বেড়ে ৯
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
বার্সেলোনার সঙ্গে থাকছেন জাভি!
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
চার বছরেও পাল্টায়নি ম্যালেরিয়া পরিস্থিতি, প্রশ্ন নিয়ন্ত্রণ পদ্ধতি নিয়ে
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী
ছয় দিনের সফরে ব্যাংকক গেলেন প্রধানমন্ত্রী