X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ড পৌরসভায় নৌকার প্রার্থী জয়ী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ ডিসেম্বর ২০২০, ২১:১৮আপডেট : ২৮ ডিসেম্বর ২০২০, ২১:১৯

বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা বদিউল আলম নির্বাচিত হয়েছেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থীর চেয়ে ৭ হাজার ৭ ৫৭ ভোট বেশি পেয়েছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) ভোট গণনা শেষে সিনিয়র আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসার আতাউর রহমান এ ফল ঘোষণা করেন। তিনি বলেন, ‘বিচ্ছিন্ন দু’য়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ১৭টি কেন্দ্রের ৯৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী মুক্তিযোদ্ধা বদিউল আলম ১০ হাজার ৮২৯ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনিত ধানের শীষের প্রার্থী পেয়েছেন ৩ হাজার ৭২ ভোট।’

এর আগে সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। ভোট গ্রহণ শুরুর পরপরই সীতাকুণ্ড সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আলম সফি স্কুল কেন্দ্রের দক্ষিণ পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।  ভোটাররা লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন। বিকাল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এরপর ভোট গণনা শুরু করেন নির্বাচন কর্মকর্তারা।

নির্বাচনি ফলাফলে পৌরসভার ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদের ৮টিতে আওয়ামী লীগের প্রার্থী জয়লাভ করেছেন। নির্বাচিত কাউন্সিলর প্রার্থীরা হলেন—আনোয়ার ভূঁইয়া, বদিউল আলম জসিম, শামসুল আজাদ, হারাদন চৌধুরী বাবু, শফিউল আলম মুরাদ, দিদারুল আলম, ফজলে এলাহী পায়েল ও মফিজুর রহমান। এদের মধ্যে শামসুল আজাদ বিএনপি মনোনিত প্রার্থী ছিলেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
শিবনারায়ণের চোখে আলো দেখছেন মশিউর ও কালাম
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
ঢাকার কোথাও হালকা বৃষ্টি, কোথাও ঠান্ডা ঝোড়ো হাওয়া
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সূর্যকুমারের ছক্কায় সেঞ্চুরি ও মুম্বাইয়ের জয়
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
মিল্টনের আশ্রমের দায়িত্ব যার হাতে গেলো
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
চাসিভ ইয়ার ঘিরে হাজার হাজার সেনা জড়ো করছে রাশিয়া
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
যেভাবে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে এলো স্কুলছাত্র
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস
আজও ঝোড়ো হাওয়াসহ শিলাবৃষ্টির আভাস