X
বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

জামালপুরে রেল স্টেশন বন্ধের প্রতিবাদে বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৬, ২০:২৯আপডেট : ২২ জানুয়ারি ২০১৬, ২০:৩০

নরুন্দি রেলওয়ে স্টেশন জামালপুর জেলার নরুন্দি রেলওয়ে স্টেশনের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করায় বিক্ষুব্ধ এলাকাবাসী শুক্রবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রেল লাইনের উপর গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।
এ সময় বিক্ষুব্ধ জনতা নরুন্দি রেল স্টেশনে ঢাকা-জামালপুর পথে চলাচলকারী সকল আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতিরও দাবি করেন। এতে বিভিন্ন স্টেশনে আন্তঃনগর ট্রেনসহ বেশ কয়েকটি ট্রেন আটকা পড়ে। এ সময় ট্রেনে অবস্থানরত নারী শিশুসহ শত শত যাত্রী চরম দুর্ভোগের শিকার হন।
স্থানীয় সূত্রে জানা গেছে, লোকবলের অভাবে গত বৃহস্পতিবার থেকে নরুন্দি রেলস্টেশনের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করেন রেল কর্তৃপক্ষ। কোনও রকম পূর্ব নোটিশ ছাড়াই রেল স্টেশনটি হঠাৎ বন্ধ করে দেওয়ায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এরই প্রতিবাদে শত শত এলাকাবাসী শুক্রবার দুপুর ২টায় নরুন্দি রেলওয়ে স্টেশন এলাকায় রেল লাইনের ওপর গাছের গুঁড়ি ফেলে বিক্ষোভ শুরু করে। এ সময় ঢাকা থেকে তারাকান্দিগামী আন্তঃনগর অগ্নিবীণা এক্সপ্রেস ট্রেন ও দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি নরুন্দি স্টেশনে এবং জামালপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর স্টেশনে ও ময়মনসিংহ থেকে বঙ্গবন্ধু সেতু পূর্বগামী ধলেশ্বরী এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহের বিদ্যাগঞ্জ স্টেশনে আটকা পরে।

ঢাকাগামী আন্তঃনগর তিস্তা এক্সপ্রেস ট্রেনের যাত্রী তোতা মিয়া, জয়নাল আবেদীন ভোলা, আবুল কালাম জানান, বিকেল চারটায় তিস্তা এক্সপ্রেস ট্রেনটি জামালপুর রেলস্টেশনে পোঁছার পর থেকেই আটকা পড়ে আছে। এতে করে আমাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

জামালপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো.তারেক জানান, লোকবলের অভাবে নরুন্দি স্টেশনটি বন্ধ করে দেওয়ায় এলাকাবাসী বিক্ষোভ করেছে। পরিস্থিতি সমাধানের জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে বিক্ষোভকারীদের আলোচনা হয়েছে বলে তিনি জানান।

জামালপুর রেলওয়ে থানার ওসি মো. আলাউদ্দিন চৌধুরী বলেন, আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা সাপেক্ষে চার ঘণ্টা পর সন্ধ্যা ৬টায় ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে অবরোধ চলাকালে নরুন্দি রেল স্টেশন এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তিনি জানান।

/আরএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
ঢাকার পর্দায় আবার গডজিলা-কিং কং দ্বৈরথ
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
বিপজ্জনক অবস্থা থেকে ফিরেছেন খালেদা জিয়া: মির্জা ফখরুল
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
কোল্ড চেইনের উন্নয়নে সমন্বিত নীতির বাস্তবায়ন চান উদ্যোক্তারা
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
নিউইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি যুবক নিহত, যা জানা গেলো
সর্বাধিক পঠিত
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
যেভাবে মুদ্রা পাচারে জড়িত ব্যাংকাররা
এবার চীনে আগ্রহ বিএনপির
এবার চীনে আগ্রহ বিএনপির
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
কারাগারে যেভাবে সেহরি-ইফতার করেন কয়েদিরা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
আয়বহির্ভূত সম্পদ: সাবেক এমপির পিএস ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি