X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

রাবিতে জলাবদ্ধতায় দুর্ভোগ শিক্ষার্থীদের

রাবি প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৬, ০২:০৯আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ০২:১৩

ভারি বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবন থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের রাস্তায় হাঁটু পর্যন্ত পানি জমেছে। ফলে চেনার উপায় নেই রাস্তা কোন দিকে। এ পরিস্থিতিতে জুতা হাতে জামা উঁচু করেই ক্লাসে যেতে হচ্ছে শিক্ষার্থীদের। তবে কেউ কেউ রিকশায় ওই যায়গাটুকু পার হচ্ছেন।

জলাবদ্ধতায় রাবি শিক্ষার্থীদের দুর্ভোগ

গত শনিবার দিবাগত রাতে ভারী বৃষ্টির কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে ক্লাস করতে আসা শিক্ষার্থীদের বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পানি নিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা।

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে দুই দফায় মোট ১৩৬ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।

রবিবার সকালে সরেজমিনে দেখা গেছে, প্রথম বিজ্ঞান ভবনের সামনে থেকে কেন্দ্রীয় গ্রন্থাগারের রাস্তা, বিশ্ববিদ্যালয়ের বাসস্ট্যান্ড, পরিবহন মার্কেটের সামনে, টুকিটাকি চত্বর, মিডিয়া চত্বর, শহীদুল্লাহ কলা ভবনের সামনে, মমতাজ উদ্দিন কলা ভবনের সামনেসহ বিভিন্ন রাস্তায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এদিকে জলাবদ্ধতার কারণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় খাবার দোকানগুলোও বন্ধ ছিল। এতে শিক্ষার্থীদের খাবার খেতেও বেগ পোহাতে হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করতে অসুবিধা হয়। বিশ্ববিদ্যালয়ের পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না হওয়ায় এ সমস্যার পুনরাবৃত্তি হচ্ছে। তাছাড়া সকালে ক্লাস থাকায় বেশিরভাগ সময় ক্যাম্পাসেই খেতে হয় শিক্ষার্থীদের। কিন্তু জলাবদ্ধতার কারণে বিভিন্ন জায়গায় দোকনগুলো বন্ধ থাকায় খাবার পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের স্টুয়ার্ড শাখার সহকারী রেজিস্ট্রার মো. ইলিয়াস হোসেন বলেন, বৃষ্টির পরিমাণ খুব বেশি হওয়ায় পানি বের করতে সমস্যা হচ্ছে। এছাড়াও ড্রেনগুলোতে বিভিন্ন ময়লা জমে থাকায় পানি খুব ধীরে ধীরে বের হচ্ছে।

ছাত্র উপদেষ্টা মিজানুর রহমান খুব তাড়াতাড়ি পানি নিস্কাশন সম্ভব হবে বলে জানান তিনি।

/এসএনএইচ/

/আপ: এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
চরের জমি নিয়ে সংঘর্ষে যুবলীগ কর্মী নিহত, একজনের কব্জি বিচ্ছিন্ন
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া