X
শুক্রবার, ০৩ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত, আগেই গ্রেফতার হয়েছিল দাবি পরিবারের

জয়পুরহাট প্রতিনিধি
২৬ অক্টোবর ২০১৬, ১৬:৩৪আপডেট : ২৬ অক্টোবর ২০১৬, ১৮:০৫

বন্দুকযুদ্ধ জয়পুরহাট সদর উপজেলার দাদড়া-জন্তি গ্রাম এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত একাধিক হত্যা মামলার পলাতক আসামী সাফিনুল ইসলাম ওরফে সাফিন (৩২) নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। তবে নিহতের পরিবারের দাবি, ২৮ দিন আগে র‌্যাব সাফিনকে গ্রেফতার করেছিল।

নিহত সাফিন জয়পুরহাট সদর উপজেলার চকমোহন গ্রামের নজরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে ৬টি হত্যা সহ মোট দশটি মামলা রয়েছে।

র‌্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার দিনগত রাত ৩টার দিকে জয়পুরহাটের র্শীষ সন্ত্রাসী শাফিন তার সহযোগীদের নিয়ে জয়পুরহাট সদর উপজেলার দাদড়া-জন্তি গ্রাম এলাকায় অবস্থান করছিল। গোপন সূত্রে এই খবর পেয়ে সঙ্গে সঙ্গে র‌্যাবের একটি দল ওই এলাকায় যায়। র‌্যাব সদস্যরা দাদড়া-জন্তি গ্রামের হেলাল সরদারের চাতাল এলাকার কাছে পৌঁছালে সাফিন র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অতর্কিত গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোড়ে। এ সময় তার সহযোগীরা পালিয়ে গেলেও সাফিন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

সাফিনের বড় ভাই নাফিজুল ইসলাম সুমন দাবি করেন, তার একমাত্র ছোট ভাই সাফিনকে র‌্যাব সদস্যরা ২৮ দিন আগে ঢাকায় গ্রেফতার করেছে। এরপর থেকে তার কোনও সন্ধান পাওয়া যায়নি। বুধবার সকাল ৭টার দিকে তারা খবর পান দাদড়া-জন্তি গ্রামের হেলালের চাতাল এলাকায় র‌্যাবের গুলিতে সাফিন নিহত হয়েছে। জয়পুরহাট

তিনি আরও জানান, সাফিনের বিরুদ্ধে জয়পুরহাট থানায় দুটি হত্যা ও একটি মারামারির মামলা রয়েছে। ২০০৫ সালে তেঘর গ্রামের যুবলীগ কর্মী সিরাজুল হত্যা মামলায় গত ২০১৫ সালের ৫মে তারিখে জয়পুরহাট জেলা জজ আদালতে সাফিনের মৃত্যুদণ্ড হয়। মৃত্যুদণ্ডের আগে থেকেই সাফিন পলাতক ছিল। দীর্ঘ ৯ বছর সাফিন জেলখানায় ছিল বলেও তার বড় ভাই দাবি করেন।   

র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক মেজর মো. হাসান আরাফাত জানান, নিহত সাফিনের বিরুদ্ধে ৬টি হত্যাসহ মোট ১০টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তার ফাঁসির আদেশ হয়েছে। 

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন জানান, সাফিনের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায়  সিরাজুল ও আলামিন হত্যাসহ তিনটি মামলা রয়েছে। এর মধ্যে সিরাজুল হত্যা মামলায় ২০১৫ সালের ৫ মে সাফিনের বিরুদ্ধে আদালত ফাঁসির আদেশ দেয়। সাফিন দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন বলেও জানান তিনি।

আরও পড়ুন- 

আ. লীগের কেন্দ্রীয় ৩৮ পদের জন্য দৌড়ঝাঁপ

সব বিভাগে একটি করে মেডিক্যাল বিশ্ববিদ্যালয় করা হবে: প্রধানমন্ত্রী

/এফএস/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
এখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
২৮ অক্টোবর বিএনপির সমাবেশে সহিংসতাএখনও উদ্ধার হয়নি পুলিশের অস্ত্র, মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
রিকশাচালকদের ছাতা বিতরণ করলেন মেয়র আতিক
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা