X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

সারিয়াকান্দিতে এমপি ও মেয়রের বিরোধের জেরে পৌর কার্যালয়ে তালা

বগুড়া প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০১৬, ১১:০৩আপডেট : ০২ ডিসেম্বর ২০১৬, ১১:০৩

বগুড়া বগুড়ার সারিয়াকান্দিতে স্থানীয় সংসদ সদস্য আবদুল মান্নান ও মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর শাহী সুমনের বিরোধ এখনও মেটেনি। এর জের ধরে এমপির সমর্থক ভবন মালিক ও যুবলীগ নেতা মাসুদুর রহমান মাসুদ বৃহস্পতিবার সকালে কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে পৌরসভার অস্থায়ী কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। ফলে বাধ্য হয়ে মেয়র, কাউন্সিলর ও অন্যরা রাস্তায় দাঁড়িয়ে পৌরবাসীর সেবা করেছেন।
মেয়র সুমন দাবি করেন, এমপির নির্দেশে এ কাজ করা হয়েছে। তবে ভবন মালিক বলেন, এমপির নির্দেশে নয়, ভাড়াটিয়া রাখবেন না তাই তালা দিয়েছেন। এ ঘটনায় সাধারণ পৌরবাসীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে এ অচলাবস্থা নিরসনে কেন্দ্রের হস্তক্ষেপ কামনা করেছেন।

সারিয়াকান্দি পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুমন জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে ৫০ হাজার টাকা অগ্রিম দিয়ে দুবছরের চুক্তিতে মাসিক ৮ হাজার টাকায় অফিসটি ভাড়া নেন তিনি। ভবন মালিক মাসুদ বৃহস্পতিবার সকালে লাইসেন্স পরিদর্শক আবদুর রশিদসহ কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন। এতে পৌরবাসী সেবা থেকে বঞ্চিত রয়েছেন। খবর পেয়ে তিনি পৌরসভায় আসেন। তিনি বিষয়টি জেলা প্রশাসককে জানায় ও থানায় অভিযোগ করেন।

মেয়র সুমন অভিযোগ করেন, তার রাজনৈতিক উত্থান বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের এমপি ও তার লোকজন সহ্য করতে পারছে না। তাই তাকে অন্যায়ভাবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। নানাভাবে হয়রানিও করা হচ্ছে।

এদিকে নিজেকে সারিয়াকান্দি উপজেলা যুবলীগের ত্রাণ বিষয়ক সম্পাদক দাবি করে ভবন মালিক মাসুদুর রহমান মাসুদ বলেন, ২-৩ মাসের জন্য ভবনটি ভাড়া নেওয়া হয়েছিল। বার বার বলা সত্ত্বেও মেয়র পৌর কার্যালয় অন্যত্র সরিয়ে নেননি। ভাড়াটিয়া রাখা হবে না, তাই তালা দেওয়া হয়েছে। এখানে এমপি বা অন্য কারও উসকানি নেই।

সারিয়াকান্দি থানার ওসি ওয়াহেদুজ্জামান বলেন, মেয়র মৌখিকভাবে তাকে অভিযোগ করেছেন। তিনি উভয়পক্ষের কাছে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ