X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাড়িতে আগুন: ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন, মামলা হয়নি

রাজশাহী প্রতিনিধি
২০ মার্চ ২০১৭, ১১:২৭আপডেট : ২০ মার্চ ২০১৭, ১১:৩০

ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাড়িতে আগুন: ইউএনও’র ঘটনাস্থল পরিদর্শন, মামলা হয়নি

জমির দখল নিতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বাড়ি-ঘরে আগুন লাগানোর ঘটনায় এখন পর্যন্ত কেউ আটক হয়নি। অভিযোগের ঘটনায় কেউ আটক হয়নি। রবিবার দুপুরে গোদাড়াড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ নেওয়াজ ঘটনাস্থল পরিদর্শন করে মামলা গ্রহণ করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।

রবিবার (১৯ মার্চ) সকালে গোদাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানওয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করতে গেলে জমির যাবতীয় কাগজপত্র দেখান ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। এব্যাপারে গোদাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানওয়ার হোসেন বলেন, কাঁকনহাট যুক্তিপাড়া সুন্দরপুর ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লীতে বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর, অগ্নি সংযোগ ও নির্যাতনের ঘটনার সত্যতা পাওয়া গেছে।

ঘটনাস্থলে পরিদর্শন শেষে গোদাড়াড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ নেওয়াজ জানান, ভেঙে ও আগুনে পুড়ে যাওয়া বাড়ি-ঘর পুনর্নির্মাণ করে দেবে উপজেলা প্রশাসন। আর জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইউএনওর পদক্ষেপে কিছুটা হলেও ক্ষুদ্র-নৃগোষ্ঠী (আদিবাসী) পল্লীতে নিরাপত্তা জোরদার হয়েছে।

তবে অভিযুক্তরা বিভিন্নভাবে আদিবাসী নেতা মডল সরেনসহ অন্যদেরকে হুমকি দিচ্ছে বলে ভুক্তভোগীরা অভিযোগ করেছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের বিরুদ্ধে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়ে জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী জেলা শাখার সভাপতি বিমল চন্দ্র রাজোয়াড় বলেন, সুন্দরপুর ক্ষুদ্র নৃগোষ্ঠী (আদিবাসী) পল্লীতে ৭৬ শতক জমি দখল করতেই আদিবাসীদের বাড়ি-ঘরে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও নির্যাতন চালানো হয়েছে।

এই প্রসঙ্গে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সী বলেন, এ ঘটনার পর থেকে জড়িতরা এলাকা ছেড়ে পালিয়েছে। তবে তাদেরকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গোদাগাড়ী উপজেলার কাকনহাট সুন্দরপুর যুক্তিপাড়া গ্রামের মডল সরেনসহ কয়েকজনের বাড়িতে শুক্রবার (১৭ মার্চ) আগুন দেওয়ার ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ১০ দিন আগে সুন্দরপুর যুক্তিপাড়ায় ৭৮ ও ৭৯ নম্বর দাগে ৭৬ শতক জমিতে মডল সরেনসহ কয়েকজন সাতটি ঘর তৈরি করে। এই জমিগুলো নিজেদের দাবি করে উপজেলার কাশিমপুর গ্রামের মোজাম্মেল হক। তাদেরকে জমি ছেড়ে চলে যেতে বলে। কিন্তু তাদের দাবি এটি তাদের পৈত্রিক সম্পত্তি। এরপর মোজাম্মেল হকের নেতৃত্বে শুক্রবার দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর ও চলে যাওয়ার সময় আগুন দেয়। আগুন দেখে স্থানীরা তা নেভাতে এগিয়ে আসে। তাদের মারধর করে দুবর্ত্তরা। এ ঘটনায় মডল সনের, মারাথা মুরমু ও লিলাবাতী সরনেসহ কয়েকজন আহত হয়েছেন। এতে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।

বাড়ি-ঘরে আগুন, ভাঙচুর, হামলা ও নির্যাতনের অভিযোগ এনে শনিবার (১৮ মার্চ) গোদাগাড়ী মডেল থানায় একটি অভিযোগ দিয়েছে মডল সরেন। কাশিমপুর গ্রামের মোজাম্মেল হক, তার ছেলে দুরুল হোদা, ঘিয়াপুর পুকুর এলাকার নাসির উদ্দীন ও কাশেমের বিরুদ্ধে তিনি অভিযোগ করেছেন। সুন্দরপুর ক্ষৃদ্র নৃগোষ্ঠী (আদিবাসী) পল্লীতে শতাধিক পরিবারের বসবাস।

 /এসটি/

 

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট