X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সাংবাদিক শিমুলের মাথার গুলির সঙ্গে মেয়রের শটগানের গুলির মিল

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ মার্চ ২০১৭, ১৫:৩৯আপডেট : ২০ মার্চ ২০১৭, ১৬:০০

আব্দুল হাকিম শিমুল সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের মাথায় পাওয়া গুলির সঙ্গে সিরাজগঞ্জ পৌরমেয়র হালিমুল হক মিরুর জব্দকৃত শটগানের গুলির মিল রয়েছে। পৌর মেয়রের শটগান ও সাংবাদিকের মাথার গুলির লেডবলের ব্যালিস্টিক পরীক্ষার প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। সোমবার প্রতিবেদনটি শাহজাদপুর থানায় এসেছে।

শিমুল হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও শাহজাদপুর থানার পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, ‘সোমবার সকালে প্রতিবেদনটি শাহজাদপুর থানায় এসেছে।’

তবে, প্রতিবেদনটির ফটোকপি আপাতত দিতে রাজি হননি তিনি।

শাহজাদপুর আমলী আদালতের পিপি অ্যাড. আবুল কাশেম জানান, ব্যালিস্টিক প্রতিবেদনের একটি কপি ক’দিন আগে আদালতে জমা পড়েছে। আদালত সূত্রে জানতে পেরেছি,‘শিমুলের মাথায় প্রাপ্ত লেডবল মেয়রের জব্দৃকত শটগানের কাতুর্জের লেডবলের সঙ্গে হুবহু মিলে গেছে বলে ব্যালিস্টিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনটির কপি সংগ্রহে আমি ইতিমধ্যেই আদালত বরাবর আবেদন করেছি। কপি হাতে পেলে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে।’

তবে, আদালতের জিআরও আতাউর রহমান বলেন, ‘ব্যালিস্টিক প্রতিবেদনে শিমুলের মাথায় পাওয়া লেডবলটি সঙ্গে মেয়রের জব্দকৃত শটগানের কাতুর্জের হুবহু মিল আছে বলে উল্লেখ থাকলেও লেডবলটি যে মিরুর শটগান থেকেই ছোড়া তা প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ নেই। বিষয়টি হয়তো বিচারক মহোদ্বয় এবং মামলার তদন্তকারী কর্মকর্তা আরও ভাল করে বুঝতে পারবেন।’ 

প্রসঙ্গত, শাহজাদপুর পৌরসভার একটি সংস্কার কাজ নিয়ে দ্বন্দ্বে জেরে পৌর মেয়র হালিমুল হক মিরুর দু’ভাই মিন্টু ও পিন্টু গত ২ ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা বিজয় মাহামুদকে মেয়রের বাড়িতে আটকে রেখে তার হাত-পা ভেঙে দেয়। খবর পেয়ে বিজয়কে উদ্ধার করতে এলে স্থানীয় সরকারী দলীয় নেতাকর্মীর সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় মেয়র মিরু তার লাইসেন্সকৃত শটগান দিয়ে বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ে।  মিন্টু আরেকটি অবৈধ শটগান দিয়ে গুলি ছোড়ে। এমনকি মিন্টুর পক্ষের আরও দু’একজন সন্ত্রাসীরাও অবৈধ অস্ত্র নিয়ে তখন মহরা দেয়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মেয়র মিরুর গুলিতে আহত হন সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরদিন ৩ ফেব্রুয়ারি মারা যান তিনি। এ ঘটনায় শিমুলের স্ত্রী মিরু ও মিন্টুসহ ১৮ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ মিরু এবং তার দুই ভাই মিন্টু ও পিন্টুসহ ১৪ জনকে এরই মধ্যে গ্রেফতার করেছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ
গোল্ডেন রাইস ও বিটি বেগুন নিয়ে বিশিষ্টজনদের উদ্বেগ
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
বঙ্গবন্ধু-প্রধানমন্ত্রীকে কটূক্তি করে স্ট্যাটাস, এক ব্যক্তির বিরুদ্ধে মামলা
তৃতীয় ধাপের ভোটের আগে চাঙ্গা মোদির এনডিএ ও বিরোধীরা
লোকসভা নির্বাচনতৃতীয় ধাপের ভোটের আগে চাঙ্গা মোদির এনডিএ ও বিরোধীরা
উগান্ডার বিশ্বকাপ স্কোয়াডে ৪৩ বছর বয়সী অলরাউন্ডার
উগান্ডার বিশ্বকাপ স্কোয়াডে ৪৩ বছর বয়সী অলরাউন্ডার
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
এই ৬ বীজ নিয়মিত খেলে সুস্থ থাকতে পারবেন দীর্ঘদিন
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ