X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

বগুড়ায় সেপটিক ট্যাংকে কাজ করার সময় ২ শ্রমিক নিহত

বগুড়া প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৭, ২১:০০আপডেট : ২৫ এপ্রিল ২০১৭, ২১:০০

বগুড়া বগুড়ার শিবগঞ্জের বানাইল এলাকায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করার সময় দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে। এসময় বিষক্রিয়ায় আরও এক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।
স্থানীয়রা ট্যাংকি থেকে নিহত শ্রমিকদের লাশ উদ্ধার করেছেন। নিহতরা হলেন- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তালুকবেলকা গ্রামের ফয়জার রহমানের ছেলে আংগুর হোসেন (২৫) ও একই গ্রামের সাইদুল ইসলামের ছেলে শ্রমিক শাহ আলম (২০)। অসুস্থ শ্রমিক লুৎফর রহমান (৩০) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
শিবগঞ্জ পৌর মেয়র তৌহিদুর রহমান মানিক জানান, গাইবান্ধার ১৫ জন শ্রমিক নাগর সেতু এলাকায় ভাড়া বাসায় থেকে বাবলু প্রামানিকের ৫ তলা ভবনের কাজ করছিলেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে সেপটিক ট্যাংকির সাটার খোলা জন্য মিস্ত্রি আংগুর, শ্রমিক শাহ্ আলম ও লুৎফর রহমান ভিতরে নামেন। এতে তিনজনই জ্ঞান হারিয়ে ফেলেন। টের পেয়ে বাড়ির মালিক ও অন্য শ্রমিকরা রশি দিয়ে তিনজনকে ট্যাংকি থেকে উদ্ধার করেন। এদের মধ্যে আংগুর ও শাহ্ আলমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য শ্রমিক লুৎফরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদ মাহমুদ খান জানান, ধারণা করা হচ্ছে, ট্যাংকির মধ্যে বিষাক্ত গ্যাসে ওই দুই নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। সন্ধ্যা ৭টায় এ খবর পাঠানোর সময় লাশ দুটি শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এর আগে, গত ১৯ এপ্রিল শেরপুরের সীমাবাড়ি বাজারে একটি নির্মাণাধীন বাসার সেপটিক ট্যাংকে কাজ করার সময় শেরপুর উপজেলার সোলায়মান হোসেন (৫৫) ও একই উপজেলার আনোয়ার হোসেন (৪৫) মারা যান।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
সর্বাধিক পঠিত
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
নবম পে-স্কেল বাস্তবায়নসহ সাত দফা দাবি সরকারি কর্মচারীদের
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে