X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

এইচএসসি’র উত্তরপত্র উদ্ধারের ঘটনায় মামলা

রাজশাহী প্রতিনিধি
২৬ মে ২০১৭, ০৯:৫০আপডেট : ২৬ মে ২০১৭, ০৯:৫৯

রাবির হলে উদ্ধার হওয়া খাতার একাংশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হল থেকে এইচএসসি পরীক্ষার ১০০ উত্তরপত্র উদ্ধারের ঘটনায় থানায় মামলা করা হয়েছে। মামলায় বাদী হয়েছেন রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার। বোয়ালিয়া থানায় মামলা নম্বর ৭১।

বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার ডিউটি অফিসার এসআই  সোলাইমান বলেন, ‘মামলা হয়েছে। এর বেশি কিছু বলতে পারছি না।’

এ ব্যাপারে মামলার বাদী রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকারের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি।

এর আগে এ ঘটনায় রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয়।একইদিন মন্ত্রণালয় থেকে নগরীর নিউ গভ. ডিগ্রি কলেজের শিক্ষক আবুল কালামকে ওএসডি করা হয়। এছাড়া রাজশাহী শিক্ষা বোর্ড থেকে শাহ মখদুম কলেজের প্রভাষক মাসুদুল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করে।

প্রসঙ্গত, গত ২২ মে বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মন্নুজান হলের গণরুম থেকে পরিত্যক্ত অবস্থায় এইচএসসি’র ১০০ উত্তরপত্র উদ্ধার করা হয়। বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এক ছাত্রী গণরুমে ওই উত্তরপত্রগুলো মূল্যায়ন করতো। ওই ছাত্রীকে তার এক বন্ধু উত্তরপত্রগুলো মূল্যায়নের জন্য দিয়েছিল।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষক আবুল কালাম আজাদ উত্তরপত্রগুলো মূল্যায়নের জন্য শাহ মখদুম কলেজের প্রভাষক ও এমপিথ্রি কোচিং-এর রাবি শাখার পরিচালক মাসুদুল হাসানকে দিয়েছিলেন। মাসুদ তার কোচিং সেন্টারে কর্মরত রাবির এক ছাত্রকে দেন ওই উত্তরপত্র। ওই ছাত্র তার বান্ধবীকে উত্তরপত্রগুলো মূল্যায়নের জন্য দেয়।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
আমের মিষ্টি আচার বানাবেন যেভাবে
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল