X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

রাজশাহী শিক্ষাবোর্ডে শীর্ষে পাবনা

রাজশাহী প্রতিনিধি
২৪ জুলাই ২০১৭, ০৪:৪৫আপডেট : ২৪ জুলাই ২০১৭, ০৪:৪৫

 

রাজশাহী শিক্ষা বোর্ড এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষাবোর্ডে শীর্ষে রয়েছে পাবনা জেলা। আর সবার নিচে রয়েছে সিরাজগঞ্জ জেলার শিক্ষার্থীরা।

রবিবার (২৩ জুলাই) দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ড আনুষ্ঠানিকভাবে ফলাফলে দেখে গেছে, এ বছর বোর্ড সেরা পাবনা থেকে অংশ নেয় ১৫ হাজার ৭৮১ জন পরীক্ষার্থী। এর মধ্যে ১১ হাজার ৯১৭ জন পাস করেছে। পাসের হার ৭৫ দশমিক ৫১ শতাংশ। এ বছর পাবনা থেকে ৫ হাজার ৮৩৬ জন ছেলে এবং ৬ হাজার ৮১ জন মেয়ে পাস করেছে। এদের মধ্যে ৩৩৪ জন ছেলে এবং ৩১১ জন মেয়েসহ জিপিএ-৫ পেয়েছে ৬৪৫ জন।

অপরদিকে, এই বোর্ডে তালিকার সবার নিচে থাকা সিরাজগঞ্জে পরীক্ষার্থী ছিল ২০ হাজার ২৩০ জন। এর মধ্যে পাস করেছে ১৩ হাজার ২ জন। পাসের হার ৬৪ দশমিক ২৭ শতাংশ। এ বছর সিরাজগঞ্জের ৬ হাজার ৯২৮ জন ছেলে এবং ৬ হাজার ৭৪ জন মেয়ে পাস করেছে। এদের মধ্যে ১৮২ জন ছেলে এবং ১৮০ জন মেয়েসহ জিপিএ-৫ পেয়েছে ৩৬২ জন।

এছাড়া তালিকায় দ্বিতীয়স্থানে থাকা বগুড়া থেকে অংশ নেয় ২১ হাজার ৮৬৩ জন পরীক্ষার্থী। এর মধ্যে ১৬ হাজার ৫০১ জন পাস করেছে। পাসের হার ৭৫ দশমিক ৪৭ শতাংশ। এ বছর বগুড়ার ৮ হাজার ৮০৭ জন ছেলে এবং ৭ হাজার ৬৯৪ জন মেয়ে পাস করেছে। এদের মধ্যে এক হাজার ২৮ জন ছেলে এবং ৭৩৭ জন মেয়েসহ জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৭৬৫ জন।

আর তালিকার তৃতীয় রাজশাহীতে পরীক্ষার্থী ছিল ২৪ হাজার ৩৬৫ জন। এর মধ্যে পাস করেছে ১৭ হাজার ৮৩৮ জন। পাসের হার ৭৩ দশমিক ২১ শতাংশ। এ বছর রাজশাহীর ৯ হাজার ৭৭৫ জন ছেলে এবং ৮ হাজার ৮৩ জন মেয়ে পাস করেছে। এদের মধ্যে ৯৪৬ জন ছেলে এবং ৬৮৭ জন মেয়েসহ জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৬৩৩ জন। তালিকায় চতুর্থ নওগাঁ থেকে অংশ নেয় ১২ হাজার ৩৪০ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৮ হাজার ৭১৩ জন। পাসের হার ৭০ দশমিক ৬১ শতাংশ। এ বছর নওগাঁয় ৪ হাজার ৫৮৮ জন ছেলে এবং ৪ হাজার ১২৫ জন মেয়ে পাস করেছে। এদের মধ্যে ১৪৪ জন ছেলে এবং ১২০ জন মেয়েসহ জিপিএ-৫ পেয়েছে ২৬৪ জন। এই বোর্ডে পঞ্চম জয়পুরহাটে পরীক্ষার্থী ছিল ৫ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পাস করেছে ৪ হাজার ১৩৩ জন। পাসের হার ৭০ দশমিক ০২ শতাংশ।

এ বছর জয়পুরহাটের এক হাজার ৯৯০ জন ছেলে এবং ২ হাজার ১২৩ জন মেয়ে পাস করেছে। এদের মধ্যে ৪০ জন ছেলে এবং ১০০ জন মেয়েসহ জিপিএ-৫ পেয়েছে ১৪০ জন। তালিকায় ষষ্ঠ নাটোর থেকে অংশ নেয় ১১ হাজার ১৮৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছে ৭ হাজার ৭৯৯ জন। পাসের হার ৬৯ দশমিক ৭০ শতাংশ।

এ বছর নাটোরের ৩ হাজার ৯৪১ জন ছেলে এবং ৩ হাজার ৮৫৮ জন মেয়ে পাস করেছে। এদের মধ্যে ২০৬ জন ছেলে এবং ১৪২ জন মেয়েসহ জিপিএ-৫ পেয়েছে ৩৪৮ জন।

রাজশাহী শিক্ষাবোর্ডে সপ্তম চাঁপাইনবাবঞ্জে পরীক্ষার্থী ছিল ১০ হাজার ১৯৫ জন। এর মধ্যে পাস করেছে ৬ হাজার ৯৮৯ জন। পাসর হার ৬৮ দশমিক ৫৫ শতাংশ। এ বছর চাঁপাইনবাবগঞ্জের ৩ হাজার ৩৯৫ জন ছেলে এবং ৩ হাজার ৫৯৪ জন মেয়ে পাস করেছে। এদের মধ্যে ৫৯ জন ছেলে এবং ৭৮ জন মেয়েসহ জিপিএ-৫ পেয়েছে ১৩৭ জন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ