X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

শ্রেণিকক্ষে ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য: চাকরি ফিরে পেলেন সেই রাবি শিক্ষক

রাবি প্রতিনিধি
২৬ জুলাই ২০১৭, ১৬:০৯আপডেট : ২৬ জুলাই ২০১৭, ১৬:২৫

রাবি শিক্ষক শাওন উদ্দিন শ্রেণিকক্ষে ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করার দায়ে চাকরিচ্যুত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাওন উদ্দিনকে প্রায় চার বছর পর চাকরিতে বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ জুলাই) রাতে উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষক শাওন উদ্দিন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক। এর আগে অভিযোগ প্রমাণিত হওয়ায় ২০১৩ সালের ২৫ ডিসেম্বর ৪৫০ তম সিন্ডিকেট সভায় তাকে চাকরিচ্যুত করা হয়।

সিন্ডিকেট সূত্র জানায়, চাকরিচ্যুত হওয়ার পর হাইকোর্টে আপিল করেন ওই শিক্ষক। সম্প্রতি হাইকোর্ট তাকে চাকরিতে বহালের নির্দেশ দেন। এ সংক্রান্ত নির্দেশ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আসলে মঙ্গলবার সিন্ডিকেট সভায় তাকে চাকিরতে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেওয়া হয়।

শিক্ষক শাওন উদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২১ জুন হাইকোর্ট চাকরিতে পুনর্বহালের আদেশ দেন। শুনেছি, বিশ্ববিদ্যালয় প্রশাসন এ আদেশ পাওয়ার পর আমাকে চাকরিতে পুনর্বহালে সিদ্ধান্ত নিয়েছে। আমার কাছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চিঠি আসলে আমি পুনরায় বিভাগে যোগদান করবো।’

প্রসঙ্গত, ২০১২ সালের সেপ্টেম্বরে শ্রেণিকক্ষে ছাত্রীদের সম্পর্কে অশালীন মন্তব্য করায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন নিরোধ সেলে শিক্ষক শাওন উদ্দিনের বিরুদ্ধে অভিযোগ করেন।

ওই সময় প্রকাশিত পত্রিকাতে বলা হয়, “শিক্ষক শাওন ছাত্রীদের বলেছিলেন, ‘পাঁচশ টাকায় তোমাদের বাজারে পাওয়া যায়’।” অভিযোগ প্রমাণিত হওয়ায় যৌন নিপীড়ন নিরোধ সেল নৈতিক স্খলনের অভিযোগে ‘যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ নীতিমালা-২০১০’ অনুযায়ী ওই শিক্ষককে চাকরি থেকে বরখাস্ত করার সুপারিশ করে। ওই সুপারিশের পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ২৫ ডিসেম্বর শাওন উদ্দিনকে বরখাস্ত করা হয়।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
বরিশালে পরিবহন শ্রমিকদের সংঘর্ষ, অর্ধশতাধিক থ্রি-হুইলার ভাংচুর
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ