X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

নাটোরে স্মার্টফোন না পেয়ে গৃহবধূর আত্মহত্যা

নাটোর প্রতিনিধি
১৬ অক্টোবর ২০১৭, ১৮:৫২আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৮:৫২

নাটোর নাটোরের বাগাতিপাড়ায় স্মার্টফোন না পেয়ে ইঁদুর মারার বিষ খেয়ে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (১৬ অক্টোবর)সকালে লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে বিকালে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

নিহত শিলা বেগম (১৯) উপজেলার মাধববাড়িয়া গ্রামের আলাম উদ্দিনের মেয়ে এবং বড় পুকুড়িয়া গ্রামের আজগর আলীর ছেলে সজীবের স্ত্রী।

পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, সম্প্রতি সজীবের কাছে একটি স্মার্টফোন চায় শিলা। কিন্তু স্মার্টফোন কিনে না দেওয়ায় তাদের মধ্যে ঝগড়া হয়। পরে সজীব ঢাকায় ফিরে যান। এরই জেরে হয়ত শিলা আত্মহত্যা করেছে।

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন ও পরিবারের সদস্যরা জানান, সজীব ঢাকায় চাকরি করেন। প্রায় এক বছর আগে তাদের বিয়ে হলেও এখনও স্ত্রীকে নিজ বাড়িতে নিয়ে যাননি সজীব। বাবার বাড়িতে থাকা অবস্থায় মাঝে মাঝে ছুটিতে শিলার বাড়ি আসতেন সজীব। রবিবার মধ্য রাতে শিলা তার বাবার বাড়িতেই ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট খেয়ে অসুস্থ হয়ে পড়েন। পরিবারের লোকজন তাকে নাটোর সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে বিকালে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এক প্রশ্নের জবাবে ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘শিলার আত্মহত্যার বিষয়ে বিভিন্ন কারণ শোনা যাচ্ছে। কেউ বলছেন বাবার পরিবারের সঙ্গে কলহের জেরে শিলা আত্মহত্যা করেছে আবার কেউ বলছেন স্বামীর সঙ্গে দ্বন্দ্বের জেরে এই ঘটনা ঘটেছে। তবে তদন্ত শেষেই প্রকৃত কারণ জানা যাবে।’

আরও পড়ুন:

‘টিফিনের সময় পেট ভইরা কলের পানি খাই’

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
যুক্তরাষ্ট্রের অবস্থান কি দ্বিমুখিতা এবং আত্মপ্রতারণা নয়?
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
চার দিনের সফরে নেদারল্যান্ডস যাচ্ছেন কৃষিমন্ত্রী
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
চামড়া খাতে ন্যূনতম মজুরি ২২ হাজার ৭৭৬ টাকা প্রস্তাব
সর্বাধিক পঠিত
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
বিসিএসে সফলতায় এগিয়ে বিজ্ঞানের শিক্ষার্থীরা
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
গাজীপুরে ট্রেন দুর্ঘটনা: স্টেশন মাস্টারসহ ৩ জন বরখাস্ত
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
চট্টগ্রামে যান চলাচলের জন্য প্রস্তুত এলিভেটেড এক্সপ্রেসওয়ে
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!