X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

রাজশাহী-৩ আসনে প্রার্থী ঘোষণা করলেন এরশাদ

রাজশাহী প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৭, ২১:০২আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ২১:২১

রাজশাহী ৩ আসনে জাপার মনোনয়ন পেলেন শাহাবুদ্দিন বাচ্চু আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগ-বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা রাজশাহীতে সক্রিয় আছেন অনেকদিন ধরেই। তবে দল থেকে এখনও কোনও ইঙ্গিত পাননি তাদের কেউ। এক্ষেত্রে এগিয়ে রইলো জাতীয় পার্টি। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রাজশাহী মহানগর জাপা সভাপতি শাহাবুদ্দিন বাচ্চুকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলের চেয়ারম্যান এইচএম এরশাদ স্বাক্ষরিত চিঠি বাচ্চুর কাছে হস্তান্তর করা হয়েছে।  

বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় মুঠোফোনে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম দফতর সম্পাদক আব্দুর রাজ্জাক খান বলেন, ‘যেসব এলাকায় প্রার্থী নিয়ে ঝামেলা নেই সেসব এলাকায় আগে থেকে দলকে সুসংগঠিত করার জন্য আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে দিয়েছি। যাতে করে তাদের মধ্যে কোনও দ্বিধা, ভয়, আতঙ্ক না থাকে। রাজশাহীর শাহাবুদ্দিন বাচ্চুসহ আরও ৫-৬ জনকে আনুষ্ঠানিকভাবে নিজ এলাকায় কাজ করার জন্য চিঠি দেওয়া হয়েছে।’  রাজশাহী ৩ আসনে জাপার মনোনয়ন পেলেন শাহাবুদ্দিন বাচ্চু  

গত মঙ্গলবার (১৪ নভেম্বর) পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত চিঠি পাওয়ার ব্যাপারে জাতীয় পার্টির রাজশাহী মহানগর সভাপতি শাহাবুদ্দিন বাচ্চু বলেন, ‘বুধবার দুপুরে ঢাকার বনানীতে দলীয় কার্যালয়ে পার্টির মহাসচিব ও সাবেক মন্ত্রী এবিএম রুহুল আমিন হাওলাদার রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে আমার হাতে একটি চিঠি তুলে দিয়েছেন। শাহাবুদ্দিন বাচ্চুকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ‘আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের জাতীয় পার্টির প্রার্থী হিসাবে আপনাকে সার্বিক সাংগঠনিক দায়িত্ব প্রদান করা হলো। আপনি উক্ত আসনের উভয় উপজেলার জাতীয় পার্টিসহ সব অঙ্গ সংগঠনের সর্বস্তরের কমিটিসমূহ গঠন-পুনর্গঠন বা শক্তিশালী করার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। জাতীয় পার্টির জেলা কমিটি আপনাকে সহযোগিতা করবে।’

শাহাবুদ্দিন বাচ্চু বলেন, ‘গত নির্বাচনে আমি প্রার্থী ছিলাম। কিন্তু নির্বাচনের সময় আমার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছিলাম। সেই সঙ্গে নির্বাচনি ময়দান থেকেও সরে দাঁড়িয়েছিলাম। কিন্তু আমার প্রার্থীতা প্রত্যাহার করা হয়নি। তারপরও অনেকে আমাকে ভোট দিয়েছিলেন।’

তিনি আরও বলেন, ‘এবার আমাদের দল নির্বাচনে যাবে। সেজন্য এখন থেকেই দলীয়ভাবে আমাদের প্রস্তুতি শুরু হয়ে গেছে। এর ধারাবাহিকতায় আমরা এলাকায় গিয়ে নির্বাচনি কার্যক্রম চালিয়ে যাব।’

রাজশাহী জেলা জাতীয় পার্টির সাবেক প্রচার সম্পাদক সরদার জুয়েল বলেন, ‘শাহবুদ্দিন বাচ্চু মনোনয়ন পাওয়ায় রাজশাহী জাতীয় পার্টির নেতাকর্মীরা দলের চেয়ারম্যান ও মহাসচিবকে অভিনন্দন জানাচ্ছে। একইসঙ্গে বাচ্চুর নেতৃত্বে জাতীয় পার্টি আরও শক্তিশালী হবে বলে আমরা আশা করছি।’

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
৯৯৯ নম্বরে ফোন পেয়ে নির্যাতনের শিকার গৃহপরিচারিকাকে উদ্ধার
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
এমপি স্ত্রীকে হারিয়ে ৬ ভোটে স্কুল কমিটির সভাপতি বদি
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
পুলিশ-সাংবাদিক-আইনজীবী স্টিকারের ছড়াছড়ি, ব্যবস্থা নিতে মাঠে নেমেছে পুলিশ
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
‘টর্চার সেলে’ নিজ হাতে অপারেশনের নামে পৈশাচিক আনন্দ পেতো মিল্টন, জানালেন হারুন
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
আজকের আবহাওয়া: কোথায় কেমন বৃষ্টি হবে
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী