X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

রাজশাহীতে গ্রেফতার তিন জেএমবির ১০ দিনের রিমান্ড আবেদন

রাজশাহী প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩৭আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩৭

রাজশাহী রাজশাহীর তানোর উপজেলায় গ্রেফতার জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যর ১০ দিন করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ। সোমবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজশাহীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত-৩ এ হাজির করে তাদের এ রিমান্ড আবেদন করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও তানোর থানার উপপরিদর্শক (এসআই) আবুল খায়ের বলেন, ‘মামলাটির তদন্তের দায়িত্ব পাওয়ার পরপরই আসামিদের আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়েছে।’

এসআই আবুল খায়ের আরও বলেন, ‘আসামিদের প্রত্যেকের ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে। তবে আদালতে রিমান্ড আবেদনের শুনানি হয়নি। বিচারক আসামিদের কারাগারে পাঠিয়েছেন। পরবর্তীতে রিমান্ড আবেদনের শুনানি হবে।’

তদন্ত কর্মকর্তা জানান, আটকের সময় এই তিন জঙ্গি নাশকতার পরিকল্পনা করতে গোপন বৈঠক করছিল। রিমান্ড মঞ্জুর হলে তারা কবে, কোথায় নাশকতা ঘটাতো সে ব্যাপারে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলবে বলে তিনি আশা করেন।

আসামিরা হলেন- তানোরের বিলশহর গ্রামের মৃত. জহুর মণ্ডলের ছেলে সাহেবজান আলী (৩৫), জেকের আলীর ছেলে আবুল কালাম আজাদ (২৮) এবং খলিল উদ্দিনের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে আলম (২৮)। রবিবার ভোররাতে সাহেবজানের বাড়িতে গোপন বৈঠকে বসলে তাদের আটক করে র্যা ব-৫ এর একটি দল। এ সময় ওই বাড়ি থেকে উদ্ধার করা হয় ৫০০ গ্রাম গান পাউডার, দুটি জিহাদি বই, ৪০ গ্রাম সোডা, সম পরিমাণ চুন, পাঁচটি হ্যান্ডনোট, সাতটি জিহাদি লিফলেট ও বোমা তৈরির নানা সরঞ্জাম।

আটকের পর এই তিন জঙ্গিকে তানোর থানায় সোপর্দ করে র্যা ব। থানায় র্যা বের এসআই হারুন আর রশিদ বাদী হয়ে তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
চ্যাম্পিয়নস লিগপিএসজিকে হারিয়ে ফাইনালে ডর্টমুন্ড
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট