X
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

বগুড়ার ভিজিডির দেড়শ’ বস্তা চাল উদ্ধার

বগুড়া প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:০৯আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:১৪

বগুড়া বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের দুস্থদের মধ্যে বিতরণের ৩০ কেজি ওজনের দেড়শ’ বস্তা ভিজিডির চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাতে স্থানীয় জনগণ ভটভটি ভর্তি প্রায় পৌনে দুই লাখ টাকা মূল্যের এই চাল জব্দ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে চালগুলো থানায় রাখা হয়।

নির্বাহী কর্মকর্তা এ ব্যাপারে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। এ কমিটির রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে শেরপুর থানায় সাধারণ ডায়েরি হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে জনগণ বেলগাছি সেতুর পাশে জোড়গাছা এলাকা থেকে ভটভটি বোঝাই ১৫০ বস্তা চাল জব্দ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলামের নির্দেশে শেরপুর থানার ওসি (তদন্ত) বুলবুল ইসলাম চালগুলো থানায় নিয়ে আসেন।

সুঘাট ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ সরকার জানান, মঙ্গলবার তার ইউনিয়নের আওতাধীন ২১৮ জন দুস্থদের মধ্যে ৩০ কেজি করে চাল বিতরণ করেন। এরপর চালগুলো কে বিক্রি করেছেন, সে ব্যাপারে তার কিছু জানা নেই।

পুলিশ জানায়, স্থানীয় সুত্রাপুর গ্রামের বিমল চন্দ্র ও তার ভাই শম্ভু চন্দ্র মঙ্গলবার দুপুরের দিকে দুস্থদের কাছে ভিজিডির চালগুলো নামমাত্র মূল্যে কেনেন। এরপর ভটভটিতে তুলে চালগুলো মির্জাপুর বাজারে নেওয়া হচ্ছিল। জনগণ টের পেয়ে জোড়গাছা এলাকা থেকে চালগুলো জব্দ করেন। এ সময় ক্রেতারা সেখান থেকে সটকে পড়ে। এ চালের মূল্য ১ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।

শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, ‘পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সুঘাট ইউনিয়নে বিতরণ করা ভিজিডির চালগুলো সুবিধাভোগীরা স্থানীয় ৪-৫ জন আড়তদারের কাছে বিক্রি করেছেন। স্থানীয় ২-১ জন ব্যবসায়ী তাদের কাছে চালগুলো কেনার পর ভটভটিতে তুলে অন্যত্র নিয়ে যাচ্ছিল। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এছাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিটন সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের মধ্যে ওই কমিটি রিপোর্ট দেবে। এতে চেয়ারম্যান বা অন্য কারও কোনও সংশ্লিষ্ট পেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বুয়েটকে হিজবুত তাহরীর-মুক্ত করতে ৬ শিক্ষার্থীর স্মারকলিপি
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বরুণের স্পিনের পর সল্ট ঝড়ে দিল্লিকে হারালো কলকাতা
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
বেতন বৈষম্যে উচ্চশিক্ষার মান হারাচ্ছে বেসরকারি কলেজগুলো
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
খিলগাঁও তালতলা মার্কেটে ক্যাশলেস লেনদেন চালু
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
জালিয়াতির মামলায় সাবেক ব্যাংক কর্মকর্তার ২৬ বছরের কারাদণ্ড
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে
মঙ্গলবার দুই বিভাগের সব, তিন বিভাগের আংশিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে