X
শনিবার, ০৪ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

ইংরেজি মাধ্যমের পরীক্ষায় বাংলা প্রশ্ন!

বগুড়া প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১০:০১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১১:১৭

  এসএসসি পরীক্ষর্থীরা, ফাইল ছবি এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শেষ হয়েছে শনিবার (২৪ ফেব্রুয়ারি)। প্রশ্নফাঁস দিয়ে পরীক্ষা শুরু হলেও শেষ দিনে তা হয়নি। তবে বিপত্তি পিছু ছাড়েনি। এদিন বগুড়া জিলা স্কুল কেন্দ্রে ভূগোল পরীক্ষায় ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের বাংলা প্রশ্ন ইংরেজিতে অনুবাদ করে পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। ফলে ইংরেজি মাধ্যমের পরীক্ষার্থীদের ভোগান্তিতে পড়তে হয়।

কেন্দ্র কর্তৃপক্ষ ঘটনাটি চাপা দেওয়ার চেষ্টা করলেও শনিবার সন্ধ্যায় তা জানাজানি হয়ে যায়। ওই স্কুলের প্রধান শিক্ষক আবু নুর আনিসুল ইসলাম চৌধুরী বলেন, ‘সহকারী প্রধান শিক্ষক হোসনে আরা কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করছেন। তাই আমি এ ব্যাপারে কিছু জানি না।’ এ বিষয়ে কেন্দ্র সচিব সহকারী প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

রফিকুল ইসলাম নামে এক অভিভাবক জানান, তার মেয়েসহ ৩ জন ইংরেজি মাধ্যমে এসএসসি পরীক্ষা দিচ্ছে। সিট পড়েছে বগুড়া জিলা স্কুল কেন্দ্রে। তারা ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী হলেও শনিবার তাদের বাংলা মাধ্যমের প্রশ্ন দেওয়া হয়। এতে তিন পরীক্ষার্থী বিপাকে পড়ে। তখন কেন্দ্র সচিব তাদের জানান, বোর্ড থেকে ভুল হয়েছে। পরে কেন্দ্র সচিব একজন শিক্ষককে দিয়ে ওই প্রশ্ন ইংরেজিতে অনুবাদ করে সেটি পরীক্ষার্থীদের দেয়। এজন্য পরীক্ষা শুরু করতে প্রায় ২৫ মিনিট দেরি হয়েছে। পরে অবশ্য তাদের ২৫ মিনিট সময় দেওয়া হয়েছে।

কেন্দ্র কর্তৃপক্ষ বিষয়টি গোপন রাখতে শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ করেন। কিন্তু শনিবার সন্ধ্যার দিকে ওই স্কুলের শিক্ষক ও অভিভাবকরা বিষয়টি সাংবাদিকদের অবহিত করেন। এ ভুলের কারণে অভিভাবকরা তাদের সন্তানের পরীক্ষার ফলাফল নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।

 

 

 

 

/এসটি/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ নির্বাচন
বেনাপোল ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতিআদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আজ নির্বাচন
আলোচিত কিশোরী ইয়াসমিনের মায়ের অস্বাভাবিক মৃত্যু
আলোচিত কিশোরী ইয়াসমিনের মায়ের অস্বাভাবিক মৃত্যু
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
বদির বিরুদ্ধে চেয়ারম্যানের জিডি
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
ছেলের মৃত্যুর ৪ দিনের মাথায় চলে গেলেন বাবা, গ্রামজুড়ে শোকের ছায়া
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা