X
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪
১৫ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জে দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৪ মার্চ ২০১৮, ১৮:১৮আপডেট : ২৪ মার্চ ২০১৮, ১৮:১৯

সিরাজগঞ্জে দেয়াল ধসে নির্মাণ শ্রমিকের মৃত্যু সিরাজগঞ্জ পৌরসভার নির্মাণাধীন ড্রেনের পাশে একটি বাড়ির দেয়াল ধসে নুরনবী (৬৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক শ্রমিক আহত হয়েছেন। শনিবার (২৪ মার্চ) বিকাল সাড়ে ৩টার দিকে পৌর এলাকার মোক্তারপাড়া মহল্লায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরনবী সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের চুনিয়াহাটি গ্রামের বাসিন্দা। আহত  মকবুল হোসেন (৬০) একই গ্রামের বাসিন্দা। তাকে উদ্ধার করে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ স্থানীয়দের বরাত দিয়ে জানান, পৌরসভার বাস্তবায়নাধীন ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ চলছিল মোক্তারপাড়ায়। স্থানীয় মাইনুল রেজার বাড়ির দেয়াল ঘেঁষে নির্মাণাধীন ওই ড্রেনের ভেতরে নেমে খনন কাজ করছিলেন নুরনবী ও মকবুল। এ সময় ওই বাড়ির দেয়াল ধসে পড়লে চাপা পড়েন ওই দুই শ্রমিক। স্থানীয়রা শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে নুরনবী মারা যান।

ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক (ডিএডি) আব্দুল হামিদ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ধসে পড়া দেয়ালের নিচে আরও কোনও শ্রমিক চাপা পড়েছে কিনা অনুসন্ধান করছি।’

স্থানীয়দের অভিযোগ, দেয়াল ঘেঁসে ড্রেন খননের সময় কোনও সাপোর্ট না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। তারা এ ব্যাপারে ঠিকাদারের গাফিলতিকেই দায়ী করেন।

সিরাজগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী শাহজাহান আলী বলেন, ‘ঘটনাটি শুনে ঢাকা থেকে জরুরি সিরাজগঞ্জ আসছি। ওশান এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী আবুল খায়ের মো. সেলিম নামে এক ঠিকাদার কাজটি বাস্তবায়ন করছেন। মাত্র দেড় ফুট গভীরতায় ড্রেনটি তৈরি হচ্ছে। ছুটির দিনে কাজ করার সময় ঠিকাদারের লোকজন পৌরসভার কোনও কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেনি। প্রাথমিকভাবে ঠিকাদারের লোকজনের অসতর্কতার জন্য এ দুর্ঘটনা হয়েছে বলে জানা গেছে।’

এ বিষয়ে ঠিকাদার আবুল খায়ের মো. সেলিম বলেন, ‘আমার লাইসেন্সে কাজটি হলেও সর্দারপাড়া মহল্লার নাসিমসহ বেশ ক’জন সাব ঠিকাদার কাজটি বাস্তবায়ন করছেন। দেয়ালটির ভীত যথাযথ না থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।’

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মেসির জোড়া গোলে মায়ামির আরেকটি জয় 
মেসির জোড়া গোলে মায়ামির আরেকটি জয় 
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে চলছে ভোট গ্রহণ
কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ ইউনিয়নে চলছে ভোট গ্রহণ
যাদের স্যালাইনে বাঁচে প্রাণ, তাদের মজুরি বাড়ে না
১৬ শ্রমিকের উৎপাদিত স্যালাইন দিয়ে চলছে ৯ জেলার হাসপাতালযাদের স্যালাইনে বাঁচে প্রাণ, তাদের মজুরি বাড়ে না
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটে ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
সর্বাধিক পঠিত
তাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
প্রাক-প্রাথমিক বন্ধই থাকছেতাপপ্রবাহে যেভাবে চলবে শ্রেণি কার্যক্রম
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
ইমিগ্রেশনেই খারাপ অভিজ্ঞতা বিদেশি পর্যটকদের
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
বিক্রি না করে মজুত, গুদামে পচে যাচ্ছে আলু
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
আজকের আবহাওয়া: দুই বিভাগ ছাড়া কোথাও বৃষ্টির আভাস নেই
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে
মিয়ানমারে গিয়ে সেনা ট্রেনিং নিলেন ২ রোহিঙ্গা, বাংলাদেশে ঢুকলেন বুলেট নিয়ে