X
বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

রুয়েটের বাসচালক খুনের ঘটনায় মামলা

রাজশাহী প্রতিনিধি
২৫ এপ্রিল ২০১৮, ০৪:১৫আপডেট : ২৫ এপ্রিল ২০১৮, ০৪:২৪

রুয়েট
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বাসচালক আব্দুস সালামকে খুনের ঘটনায় নগরীর মতিহার থানায় মামলা দায়ের করা হয়েছে। সেই সঙ্গে সালামকে হত্যার প্রতিবাদে কর্মবিরতি করে বিক্ষোভ করেছে কর্মচারীরা।

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন খান বলেন, ‘বাসচালক হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের ছেলে পলাশ বাদী হয়ে মঙ্গলবার সকালে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

ওসি শাহাদত হোসেন খান আরও বলেন, ‘নিহতের ছেলের সঙ্গে স্থানীয়দের বিরোধের জের ধরে হামলা ও আব্দুস সালামের পদন্নতির বিষয়টি গুরুত্ব দিয়ে দেখে মামলার তদন্ত চলছে।’

শাহাদত হোসেন বলেন, ‘২০১৪ সালে আব্দুস সালামের ছেলে পলাশের সঙ্গে স্থানীয় কয়েকজন যুবকের মারামারি হয়। ওই ঘটনায় পলাশ বাদী হয়ে একটি মামলা করে। গত রবিবার ওই মামলার সাক্ষী দেন আব্দুস সালাম। এর পরদিনই খুনের ঘটনা ঘটে।’

এদিকে মঙ্গলবার সকাল ১১টার দিকে কর্মবিরতির ঘোষণা দিয়ে রুয়েট ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে কর্মচারীরা। এ সময় তারা ক্যাম্পাসের প্রধান ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে তারা প্রশাসন ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে খুনিদের গ্রেফতারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয়। এরপরও গ্রেফতার না হলে লাগাতার কর্মবিরতির হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় তারা ভিসির অপসারণ দাবি করেও স্লোগান দিয়েছে।

আরও পড়ুন: ক্যাম্পাসের ভেতরেই রুয়েটের বাসচালক খুন

রুয়েট কর্মচারী সমিতির সভাপতি মহিদুল ইসলাম মোস্তফা বলেন, ‘বাসচালক আব্দুস সালামের খুনিদের গ্রেফতার দাবিতে কর্মবিরতি ঘোষণা দিয়ে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এরপরও গ্রেফতার না হলে লাগাতার কর্মবিরতি ঘোষণা করা হবে।’

সোমবার রাত সাড়ে ৯টার দিকে রুয়েট ক্যাম্পাসের দেশরত্ন শেখ হাসিনা হলের সামনে বাসচালক আব্দুস সালামকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে তিনি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান। দুই সপ্তাহ আগে আব্দুস সালাম গাড়ির সহকারী থেকে চালক হিসেবে পদন্নতি পান। 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
জাতীয় রবীন্দ্রসংগীত উৎসব শুরু আজ থেকে
আজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যাআজিজ মোহাম্মদসহ ৯ জনের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ, খালাসের দাবি আসামিপক্ষের
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
প্রথম জেলা শাখা হিসেবে নোয়াখালীতে উন্মুক্ত লাইব্রেরির যাত্রা শুরু
ফ্রিজের আয়ু বাড়বে এই ৫ টিপস মানলে
ফ্রিজের আয়ু বাড়বে এই ৫ টিপস মানলে
সর্বাধিক পঠিত
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
‘চুন্নু স্বৈরাচারের দোসর’, বললেন ব্যারিস্টার সুমন
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
এক লাফে ডলারের দাম বাড়লো ৭ টাকা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
ইউক্রেনে সেনা পাঠানোর ইস্যুতে ন্যাটোকে রাশিয়ার সতর্কতা
অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধের বিষয়ে যা বলছে বিটিআরসি
অনিবন্ধিত মোবাইল ফোন বন্ধের বিষয়ে যা বলছে বিটিআরসি