X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

রাজশাহী প্রেসক্লাব সম্পাদককে নির্যাতনের অভিযোগে এসআইকে বদলি

রাজশাহী প্রতিনিধি
২৬ এপ্রিল ২০১৮, ১১:৪০আপডেট : ২৬ এপ্রিল ২০১৮, ১১:৪১

রাজশাহী রাজশাহী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজের স্টাফ রিপোর্টার সাইদুর রহমানকে নির্যাতনের অভিযোগে এসআই মাহবুবের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের আবেদনের পর গত মঙ্গলবার রাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে মহানগর পুলিশ থেকে প্রত্যাহার করে রেলওয়ে পুলিশে বদলি করেছে।

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতেখায়ের আলম বলেন, ‘এই ঘটনায় তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। সেই সঙ্গে তাকে আরএমপি থেকে রেলওয়ে পুলিশে বদলি করা হয়েছে।’

এদিকে এসআইয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ায় রাজশাহী প্রেসক্লাবসহ সাংবাদিকরা অর্ধদিবস হরতালসহ আন্দোলনের সব কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে।

বুধবার (২৫ এপ্রিল) দুপুরে রাজশাহী প্রেসক্লাবের সদস্যদের পক্ষ থেকে সভাপতি (ভারপ্রাপ্ত) গোলাম সারওয়ার ও যুগ্ম-সম্পাদক আসলাম-উদ-দৌলা এক যুক্ত বিবৃতিতে বলেন, ‘সাংবাদিকদের দাবির প্রতি সন্মান প্রদর্শনপূর্বক এই সময়োচিত সিদ্ধান্ত গ্রহণের মধ্য দিয়ে সাংবাদিক, পুলিশ ও সাধারণ জনগণের মধ্যে আস্থার সম্পর্ক তৈরি হলো। যা জনগণকে পুলিশের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত করতে ভূমিকা পালন করবে। এরমধ্য দিয়ে সামাজিক নিরাপত্তা, সেবামূলক কার্যক্রমের সঙ্গেও পুলিশ বাহিনীর সম্পৃক্ততা বৃদ্ধি পাবে। একইসঙ্গে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকরা যাতে পুলিশ কর্তৃক নির্যাতন-হয়রানির শিকার না হন, সে বিষয়টিও পুলিশকে সতর্কতার সঙ্গে দৃষ্টি রাখার আহ্বান জানানো হয়।’

১৮ এপ্রিল সকাল ১১টার দিকে রাজপাড়া থানার এসআই মাহবুবের হাতে রাজশাহী প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাইদুর রহমান শারীরিকভাবে লাঞ্ছিত হন। এই ঘটনায় সাংবাদিকসহ সাধারণ মানুষ প্রতিবাদ জানায়। সভা-সমাবেশ, মানববন্ধন ও প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদানের মাধ্যমে নির্যাতনকারী এসআইয়ের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয়। পরিস্থিতি সামাল দিতে তাৎক্ষণিকভাবে নির্যাতনকারী এসআইকে পুলিশ লাইনে ক্লোজ করে নেওয়া হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?
খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি, বিএনপির প্রস্তুতি কী?