X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

আগামী নির্বাচনে ভুল হলে দেশ আবারও অন্ধকারে নিমজ্জিত হবে: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৯ মে ২০১৮, ২১:১০আপডেট : ০৯ মে ২০১৮, ২১:১০

  বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্তব্য করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘এ নির্বাচনে ভোট প্রয়োগে ভুল হলে, দেশে আবারও জঙ্গিবাদের উত্থান হবে। হাওয়া ভবন পুণঃপ্রতিষ্ঠা হবে, আলোকিত দেশ অন্ধকারে নিমজ্জিত হবে।’ বুধবার (৯ মে) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুর আদর্শ একাডেমি মাঠে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন’ প্রকল্পের আওতায় ৬টি আদি পেশায় নিয়োজিত ব্যক্তিদের ‘অন দ্যা জব প্রশিক্ষণ’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে একদিকে যেমন মহাকাশ জয়ের কাজ হচ্ছে, অন্যদিকে তেমন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হচ্ছে। শেখ হাসিনা দেশ ও জনগণকে আলোকিত করেছেন। জঙ্গিবাদ দমন করে দেশে শান্তি প্রতিষ্ঠা করেছেন।’

বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘আইনি প্রক্রিয়ায় খালেদা জিয়াকে মুক্ত করে তাকে সঙ্গে নিয়েই আপনারা নির্বাচনে আসুন। খেলা হবে নির্বাচনি মাঠে। জনগণ সিদ্ধান্ত নেবে, কারা ক্ষমতায় আসবে। আওয়ামী লীগ নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। আমরা নির্বাচন দেখে ভয় পাই না ।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি সমাজ কল্যান মন্ত্রী রাশেদ খান মেনন প্রকল্পের উদ্বোধন করে বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সব ক্ষেত্রেই উন্নয়নের ছোঁয়া লেগেছে। আর এই উন্নয়নের সঙ্গে পিছিয়ে পড়া জনগোষ্ঠিকে সম্পৃক্ত করার চেষ্টা চলছে। এরই অংশ হিসেবে প্রান্তিক জনগোষ্ঠির জীবন-মান উন্নয়নের জন্য এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। দেশের ৮টি জেলায় একযোগে প্রথমবারের মতো এ কর্মসূচি শুরু হয়েছে।

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু মো. ইউসুফ, এ-টুআই প্রকল্পের পরামর্শক ফিরোজ আলম, প্রকল্প পরিচালক কামরুজ্জামান, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা সমাজসেবা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, কাজিপুর উপজেলা চেয়ারম্যান মোজাম্মেল হক বকুল প্রমুখ বক্তব্য রাখেন।

 

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
বাংলাদেশ নারী ক্রিকেট দলটপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতায় চিন্তিত টিম ম্যানেজমেন্ট
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
গুলিবিদ্ধ হয়ে আধাঘণ্টা ওষুধের দোকানের সামনে পড়ে থেকে মৃত্যু, বাড়িতে মাতম
মোংলা বন্দরে কনটেইনারবাহী জাহাজ আসার নতুন রেকর্ড
মোংলা বন্দরে কনটেইনারবাহী জাহাজ আসার নতুন রেকর্ড
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
হামাসকে ইসরায়েলের যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান ব্লিঙ্কেনের
সর্বাধিক পঠিত
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?