X
বুধবার, ০৮ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

২ লাখ মানুষের জন্য চিকিৎসক মাত্র একজন!

ইমরোজ খোন্দকার বাপ্পি, পাবনা
২২ মে ২০১৮, ১১:০০আপডেট : ২২ মে ২০১৮, ১৪:৩৩

 

২ লাখ মানুষের জন্য চিকিৎসক মাত্র একজন!

চিকিৎসক সংকটে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলার মানুষের চিকিৎসা সেবা নেওয়ার একমাত্র হাসপাতাল এটি। ৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার প্রায় ২ লাখেরও বেশি মানুষের স্বাস্থ্যসেবার জন্য এখানে চিকিৎসক রয়েছন মাত্র একজন, তাও আবার বিশেষভাবে রাখা।

হাসপাতাল সূত্রে জানা যায়, আটঘরিয়া উপজেলার ২ লক্ষাধিক মানুষের জন্য ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল রয়েছে। এখানে স্থানীয়ভাবে উপজেলার সব মানুষ চিকিৎসাসেবা নিয়ে থাকেন। কিন্তু দীর্ঘ প্রায় ৪-৫ মাস ধরে সেখানে ১১ জন চিকিৎসকের জায়গায় মাত্র একজন চিকিৎসক রয়েছে।

আটঘরিয়া উপজেলার পাটেশ্বর গ্রামের মো. সাইফুল ইসলাম জানান, এখানে এসে ডাক্তার পাওয়া যায় না, চিকিৎসাসেবা পাওয়া যায় না, শুধু বড় দালান বানিয়ে রেখেছে।
উপজেলার মতিগাছা গ্রামের রুবিয়া বেগম জানান, এখানে আসি ডাক্তারের কাছে, কিন্তু মাত্র একজন ডাক্তার। কোনও মহিলা ডাক্তার নাই। সকালে এসে ঘণ্টার পার ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়।
আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবুল হোসেন এসব অভিযোগ স্বীকার করে বলেন, ‘এই হাসপাতালে মোট ১১ জন চিকিৎসকের পদ থাকলেও দীর্ঘ প্রায় ৪-৫ মাস ধরে মাত্র ১ জন চিকিৎসক দিয়ে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাও আবার সিভিল সার্জন অফিস থেকে ডা. মো. নুরুজ্জামানকে আবাসিক মেডিক্যাল অফিসার হিসেবে বিশেষভাবে এনে রাখা হয়েছে। তিনিও সামনের জুন-জুলাই মাসে চলে যাবেন।’

তিনি আরও বলেন, ‘ডাক্তার সংকটে হাসপাতাল পরিচালনা করতে আমাকে হিমশিম খেতে হচ্ছে।’

এ বিষয়ে আটঘরিয়া পৌরসভার মেয়র মো. শহিদুল ইসলাম রতন বলেন, ‘আমার আটঘরিয়ার ২ লক্ষাধিক মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। আমি কয়েকবার ডিডি ও সিভিল সার্জনকে এই সমস্যার কথা জানিয়েছি, কিন্তু কোনও ব্যবস্থা নেয়নি।’
এ ব্যাপারে পাবনা সিভিল সার্জন ডা. তাহাজ্জেল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এরকম ডাক্তার সংকট চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুরসহ প্রায় প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। প্রতি সপ্তাহে স্বাস্থ্য অধিদফতরের পরিচালককে ডাক্তার সংকটের কথা বলা সত্বেও কোনও কাজ হচ্ছে না। তাই আমি নিজেই আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশেষভাবে একজন ডাক্তার দিয়েছি।’
হাসপাতালের ডাক্তার সংকট নিরসন করে চিকিৎসাসেবার আওতায় আনার জন্য যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এখানকার স্বাস্থ্যসেবা নিতে আসা জনসাধারণ।

/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
রাজস্থানকে হারিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখলো দিল্লি
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
ঢাকা আসছেন মার্কিন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
নির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
উপজেলা নির্বাচননির্দেশ উপেক্ষিত হলেও কৌশলে সফল আ.লীগ
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট