X
রবিবার, ০৫ মে ২০২৪
২২ বৈশাখ ১৪৩১

নাটোরে হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড, দুইজনের যাবজ্জীবন

নাটোর প্রতিনিধি
১৯ আগস্ট ২০১৮, ১৬:৫৩আপডেট : ১৯ আগস্ট ২০১৮, ১৬:৫৩

হত্যা মামলায় মৃতুদন্ডপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে আদালতে উপস্থিত তিন আসামিকে কারাগারে নেওয়া হচ্ছে

নাটোরের সিংড়া উপজেলায় এক কৃষককে হত্যা মামলার রায়ে পাঁচজনের মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে নাটোরের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতের বিচারক সাইফুর রহমান সিদ্দীক এ রায় দেন।

নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং কোর্ট ইন্সপেক্টর নাসির উদ্দিন মণ্ডল রায়ের সত্যতা নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাফিজুর রহমান, বুলু,খলিল ও মজিবর সিংড়া উপজেলার বিয়াশ গ্রামের বাসিন্দা। অপর আসামি মনির হোসেন গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর বিল হড়ি বারি গ্রামের বাসিন্দা।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আব্দুল হাকিম এবং নজরুল ইসলাম সহোদর। তারা গুরুদাসপুর উপজেলার যোগেন্দ্রনগর গ্রামের বাসিন্দা।

নাটোর জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং কোর্ট ইন্সপেক্টর নাসির উদ্দিন মন্ডল জানান, ২০০৪ সালের ৩ ফেব্রুয়ারি রাতে বিয়াশ গ্রামের আব্দুল কাদের দুদুকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় আসামিরা। এসময় দুদুর কাছে তারা মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে আসামিরা দুদুকে গুলি করে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী জয়নব বেগম বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে সিংড়া থানায় হত্যা মামলা দায়ের করে। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা মীর নজরুল ইসলাম চার্জশিট দাখিন করেন। আদালত সাক্ষ্য প্রমাণ ও যুক্তি তর্ক শেষে রবিবার দুপুরে পাঁচজনের মৃত্যুদণ্ড এবং দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। এছাড়াও এক লাখ টাকা করে জরিমানা করেন। অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেন।

এক প্রশ্নের জবাবে জজ কোর্টের পিপি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম জানান, মামলা চলাকালীন সময় দুই আসামি মৃত্যুবরণ করায় মামলা থেকে তাদের নাম বাদ দেওয়া হয়। রায় ঘোষণার সময় মৃতুদণ্ডপ্রাপ্ত আসামি হাফিজুর ও মজিবর এবং যাবজ্জীবন কারাদণ্ড নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। অপর চার আসামি পলাতক রয়েছে বলে তিনি জানান।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
ঢাকা সেনানিবাসে এএফআইপি ও সেনাপ্রাঙ্গণ ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
চালককে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করতো তারা
চালককে ঘুমের ওষুধ খাইয়ে রিকশা ছিনতাই করতো তারা
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
হলফনামায় তথ্য গোপন, ওবায়দুল কাদেরের ভাইয়ের মনোনয়নপত্র বাতিল
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
মানবপাচার: মিল্টন সমাদ্দার আবার ৪ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
মাঠ প্রশাসনে বিতর্কিত কর্মকর্তাদের লাগাম টানবে সরকার
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
মিল্টন সমাদ্দারের তিন মামলার বাদীরই মুখে কুলুপ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি