X
বুধবার, ০৮ মে ২০২৪
২৫ বৈশাখ ১৪৩১

নির্মাণাধীন ভবন থেকে দরজার কাঠ পড়ে পথচারী নিহত, আটক ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ আগস্ট ২০১৮, ১৭:০৩আপডেট : ২০ আগস্ট ২০১৮, ১৭:০৩

  নির্মাণাধীন ভবন থেকে দরজার কাঠ পড়ে পথচারী নিহত, আটক ৩

সিরাজগঞ্জে নির্মাণাধীন পাঁচতলা ভবন থেকে দরজা কাঠ পড়ে এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) দুপুরে শহরের আই.আই কলেজ রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাড়ির মালিকসহ তিন জনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন,বাড়ির মালিক কামারখন্দ উপজেলার হিসাব রক্ষণ অফিসের অডিটর মহসিন হাবিব চৌধুরী রঞ্জু, বড় বাজারের সুনীতি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনসালটেন্সি ফার্মের পরিচালক নারায়ণ চন্দ্র সাহা ও ভবনের ঠিকাদার হোসেনপুর মহল্লার সুরুজ মিস্ত্রিকে আটক করেছে পুলিশ।

নিহত ব্যক্তির নাম ফরহাদ আলী (৫২)। তিনি সিরাজগঞ্জ সদরের কাওয়াখোলা ইউনিয়নের বাসিন্দা। কোরবানির পশু বিক্রির টাকা আনতে গিয়ে এ দুর্ঘটনার শিকার হয়ে তার মৃত্যু হয়েছে বলে স্বজনরা জানিয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব হাসপাতাল মর্গে পাঠিয়েছে ।

প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম রতন জানান,‘ফরহাদ আলী কাওয়াখোলা ইউনিয়নের কাটেঙ্গার চরের বাসিন্দা। তিনি ঈদের সময় বিক্রির জন্য বাড়িতে গবাদী পশু পালন করেছিলেন।জাহাঙ্গীর কোরবানি দেওয়ার জন্য তার কাছ থেকে গবাদী পশু কিনেছেন। সেই টাকা নিতেই নিহত ফরহাদ তার বাড়িতে এসেছিলেন। টাকা নিয়ে দু’জনই রিকসার জন্য বাড়ির সামনে গলির মাথায় অপেক্ষা করছিলেন। এ সময় সামনের নির্মানাধীন বাড়ির ছাদ থেকে দরজার কাঠ এসে পড়ে ফরহাদ আলীর মাথার উপর। তাকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে  নর্থ বেঙ্গল মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) মোহাম্মদ দাউদ বলেন, এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই বাড়ির মালিকসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে আনা হয়েছে। লাশ উদ্ধার করে মর্গে রাখা হয়েছে। নিহতের স্বজনদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া করা হবে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
সিনেমা নির্মাণে দিতিকন্যা, নির্বাহী প্রযোজক বাঁধন
মধ্যপ্রাচ্যে সংঘাত হলে প্রভাব পড়বে বাংলাদেশে: প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে সংঘাত হলে প্রভাব পড়বে বাংলাদেশে: প্রধানমন্ত্রী
ওয়াটারএইডে পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখবেন ব্রিটেনের রাজা
ওয়াটারএইডে পৃষ্ঠপোষকতা অব্যাহত রাখবেন ব্রিটেনের রাজা
‘বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় তুরস্ক’
‘বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় তুরস্ক’
সর্বাধিক পঠিত
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
ব্যারিস্টার সুমনকে একহাত নিলেন চুন্নু
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
গ্রাম আদালত বিল পাস, জরিমানা বাড়লো চার গুণ
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শনিবারে স্কুল খোলা: আন্দোলন করলে বাতিল হতে পারে এমপিও
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ
প্রথম ধাপের উপজেলা নির্বাচন আজ