X
শনিবার, ০৪ মে ২০২৪
২০ বৈশাখ ১৪৩১

ভাড়া করা লোক দিয়ে রাজনীতি হয় না, ভোটও হয় না: স্বাস্থ্যমন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৮, ২০:০২আপডেট : ১৮ অক্টোবর ২০১৮, ২০:০৭

  স্বাস্থ্যমন্ত্রী বহুলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বিএনপিকে উদ্দেশ করে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, ‘ভাড়া করা লোক দিয়ে রাজনীতিও হয় না, ভোটও হয় না। নেত্রীকে জেল থেকে বের না করে বিএনপি এখন নেতা ভাড়া করে রাজনীতির মাঠে নেমেছে। দলের জন্য এরচেয়ে লজ্জার কিছু নেই।’ বৃহস্পতিবার (১৮ অক্টোবর) বিকেলে তার নির্বাচনি এলাকা সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী মাঠে এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় বিএনপির উদ্দেশে এসব কথা বলেন তিনি। এর আগে তিনি বহুলী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

আগামী জাতীয় সংসদ নির্বাচনে উন্নয়নের নেত্রী শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা উল্লেখ করে তিনি বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণকেই সিদ্ধান্ত নিতে হবে তারা উন্নয়নের পক্ষে নাকি জঙ্গিবাদ ও অন্ধকারের পক্ষে। যারা জ্বালাও পোড়াও করে উন্নয়ন ধ্বংস করেছে দেশের জনগণ তাদের ভোট দেবে না।

বহুলী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি টি এম মঞ্জুরুল ইসলাম মঞ্জু। সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হামিদ। জনসভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু ইউসুফ সূর্য্য, কেন্দ্রীয় কৃষক লীগ নেতা আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামসুজ্জামান আলো, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল বারি তালুকদার, জেলা যুবলীগের সভাপতি মঈন উদ্দিন খাঁন চিনু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হাকিম বক্তব্য রাখেন। জনসভা শেষে স্বাস্থ্যমন্ত্রী কাজীপুরের সোনামুখীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে মন্দিরে গিয়ে ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

জনসভায় মোহাম্মদ নাসিম বলেন, ‘ঐক্যের নামধারী এক এগারোর কুশীলব এবং গণতন্ত্রের শত্রু জনবিচ্ছিন্ন কয়েকজন রাজনৈতিক ব্যক্তি জ্বালাও পোড়াও আন্দোলনকারীদের সঙ্গে যোগ দিয়েছে। তারা নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্র করছেন। নতুন করে হাওয়া ভবন প্রতিষ্ঠার স্বপ্ন দেখছেন। দেশের জনগণ তাদের চক্রান্তের কালো হাত গুঁড়িয়ে দেবে। ’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আবারও আওয়ামী লীগ সরকার গঠন করবে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘ঐক্য প্রক্রিয়া বা জোট গঠন করে জনগণের ভোট পাওয়া যায় না। কোনও দল বা জোটের নির্বাচন ভণ্ডুল করার ক্ষমতা নেই উল্লেখ করে নাসিম আরও বলেন, ‘নির্বাচন কমিশন ঘোষিত সময়েই নির্বাচন হবে এবং তা সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে।’

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম আরও বলেন, ‘বর্তমান সরকার স্বাস্থ্য খাতসহ সব ক্ষেত্রে উন্নয়নের যে রোল মডেল সৃষ্টি করেছে, তার পরিপ্রেক্ষিতে জনগণ আবার নৌকা মার্কায় ভোট দেবেন।’

জেলার উন্নয়ন কাজের বিবরণ দিয়ে তিনি বলেন, ‘সিরাজগঞ্জকে নদীভাঙনের হাত থেকে রক্ষায় ক্যাপিটাল ড্রেজিং করা হয়েছে। চার লেনের মহাসড়ক নির্মাণ করা হচ্ছে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণ করা হয়েছে। অনেক নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে তোলাসহ অসংখ্য উন্নয়ন কাজ চলমান রয়েছে। এই উন্নয়নের কারণে জনগণ জেলার ছয়টি আসনে আওয়ামী লীগের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করবেন।’

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
বেড়িবাঁধে উন্নত নিরাপত্তা ও গতিশীলতা: মেয়র আতিকুল ইসলামের কাছে ইউল্যাবের আবেদন
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মিল্টনের আশ্রয়কেন্দ্রে আশ্রিতদের এখন কী হবে
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
মেধাসম্পদ সুরক্ষা মানে দেশ ও জাতিকে রক্ষা করা
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
অভিষেকে আস্থার প্রতিদান দিলেন তানজিদ
সর্বাধিক পঠিত
মুক্তি পেলেন মামুনুল হক
মুক্তি পেলেন মামুনুল হক
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
যশোরে আজ সর্বোচ্চ তাপমাত্রা
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
২৫ জেলার সব মাধ্যমিক স্কুল-কলেজ-মাদ্রাসা শনিবার বন্ধ
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা
নদীতে ধরা পড়ছে না ইলিশ, কারণ জানালেন মৎস্য কর্মকর্তা