X
শুক্রবার, ০৩ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

মনোনয়নপ্রত্যাশীদের ট্যাক্স খতিয়ে দেখার আহ্বান রাসিক মেয়রের

রাজশাহী প্রতিনিধি
১৫ নভেম্বর ২০১৮, ১১:১৬আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১১:১৬





খায়রুজ্জামান লিটন আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপ্রত্যাশীদের ট্যাক্স দেওয়ার বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র খায়রুজ্জামান লিটন। তিনি বলেন, ‘আওয়ামী লীগ থেকে ৪ হাজারেরও বেশি মনোনয়ন ফরম তোলা হয়েছে। বিএনপি থেকে কত হাজার তুলবে পরে জানা যাবে। এসব মনোনয়নপ্রত্যাশীদের কতজন ইনকাম ট্যাক্স দেন, বিষয়টি খতিয়ে দেখতে কর বিভাগের কর্মকর্তাদের অনুরোধ করছি।’

মঙ্গলবার (১৩ নভেম্বর) দুপুরে নগরীর কর ভবন এলাকায় কর অঞ্চল রাজশাহী আয়োজিত কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিটি মেয়র বলেন, ‘মনোনয়ন প্রত্যাশীদের ৫০ শতাংশেরও বেশি এক টাকাও ট্যাক্স দেয় না বলে আমার ধারণা। এদের ধরা দরকার। এখন সময় এসেছে এই সব দুরাচার, অনিয়ম, দুর্নীতি বন্ধ করা দরকার। দেশের উন্নয়ন হলেও, আজকে তো নৈতিকতার উন্নয়ন হচ্ছে না। দেশ এগিয়ে যাবে আর নৈতিকতা হারিয়ে যাবে তা তো হয় না।’

খায়রুজ্জামান লিটন বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে এমন কেউ নেই যে সংসদ সদস্যের মনোনয়নপত্র কিনছেন না। এই অপসংস্কৃতি কেন হবে? এটাকে গণতন্ত্রের একটা দৃষ্টান্ত বলে কেউ যদি চালিয়ে দিতে চায় আমি তার সঙ্গে দ্বিমত পোষণ করছি।’

মেয়র খায়রুজ্জামান লিটন বলেন, ‘১৮ কোটি মানুষের দেশে কেন মাত্র ৩৫ লাখ ট্যাক্সদাতা থাকবে? কেন এটি ১ কোটি ৩৫ লাখ হবে না? কেন এটি আড়াইকোটি হবে না? উন্নত বিশ্বে ৯৯ শতাংশ মানুষ ট্যাক্স দেয়, আমাদের তো ৯৯ শতাংশ মানুষের ট্যাক্স দেওয়ার দরকার নেই, অন্তত ২৫ শতাংশ ট্যাক্স প্রদানকারী হোক।’

মেয়র বলেন, ‘সমাজের পঁচন হয় উপর থেকে, নিচ থেকে নয়। একজন কৃষক, শ্রমজীবী, রিকশাচালক, ক্ষুদ্র দোকানদার, ব্যবসায়ী সে সমাজকে নষ্ট করতে পারে না। নষ্ট করার মতো তার সক্ষমতাও নেই। নষ্ট করে রাষ্ট্রের যারা শীর্ষ পর্যায়ে আছেন, যারা জনগণের তথাকথিত নির্বাচিত জনপ্রতিনিধি অথবা অবৈধভাবে ক্ষমতাদখলকারীরা। বাংলাদেশের সমাজের তথাকথিত শিল্পপতি, সমাজসেবী বা আইনপ্রণেতা, যারা ঢাকাসহ বিভিন্ন জায়গায় আছেন, যাদের এক পুরুষ, দুই পুরুষ আগের ঠিকানা খুঁজে পাওয়া যায় না। তারা হয়েছেন কথাকথিত জনপ্রতিনিধি, সমাজসেবী। এভাবে আমাদের সমাজের পঁচন ধরেছে।’

 

 

 

/এসএসজেড/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
ম্যানচেস্টার ইউনাইটেডে সকার স্কুলের বাছাইয়ে ৩ বাংলাদেশি কিশোর
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
দীর্ঘ অপেক্ষার পর ঢাকায় স্বস্তির বৃষ্টি, কমলো তাপমাত্রা
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
রোমাঞ্চকর ম্যাচে ১ রানের নাটকীয় জয় হায়দরাবাদের 
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
মামুনুল হকের জন্য কাশিমপুর কারাগারের সামনে ভক্তদের ভিড়
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
আরও কমলো সোনার দাম
আরও কমলো সোনার দাম
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা