X
বৃহস্পতিবার, ০২ মে ২০২৪
১৯ বৈশাখ ১৪৩১

বগুড়ায় ‘চার্চেস অব গড মিশন’ ডিরেক্টরের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০১৮, ২২:২৩আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২২:২৯

বগুড়া বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) বিকালে বগুড়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে ‘চার্চেস অব গড মিশনের’ কর্মকর্তা-কর্মচারীরা অভিযোগ করেছেন, বগুড়া ‘চার্চেস অব গড মিশনের’ ফিল্ড ডিরেক্টর উত্তম দেওয়ান দাতাদের পাঠানো অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতিতে জড়িত। তিনি ডেপুটি ফিল্ড ডিরেক্টর হিসেবে জয়পুরহাটের খঞ্জনপুর মিশন চক্ষু ক্লিনিকের ডা. জন থিউটনিয়াস কস্তাকে নিয়োগ দেওয়ার চেষ্টা করছেন। কস্তা হিসাবরক্ষক বিমল পালের যোগসাজসে দুর্নীতি, স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে প্রতিষ্ঠানটির বেহাল অবস্থা তৈরি করেছেন। এ দুর্নীতিবাজ চিকিৎসক ডেপুটি ফিল্ড ডিরেক্টর পদে নিয়োগ পেলে প্রতিষ্ঠানটির ধ্বংস হবে। চার্চেস অব গড মিশনের ফিল্ড ডিরেক্টর উত্তম দেওয়ান প্রতিবাদ জানিয়ে বলেছেন, ষড়যন্ত্রমূলকভবে এসব অভিযোগ তার বিরুদ্ধে  আনা হয়েছে। অবৈধ সুযোগ-সুবিধা না পেয়ে কতিপয় কর্মকর্তা- কর্মচারী মিথ্যাচার করছেন।
লিখিত বক্তব্যে জয়পুরহাটের সালনা মিশন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাম অফিস সহকারি লুনা চক্রবর্তীর লিখিত বক্তব্যে বলা হয়েছে, বিগত সময়ে ফিল্ড ডিরেক্টর উত্তম দেওয়ান প্রতিষ্ঠানটির আর্থিক ক্ষতিসাধন করেছেন। তিনি তার স্ত্রী, ভাই, ভাগ্নেকে সম্পৃক্ত করে এফসি কমিটি গঠন করে ‘চার্চেস অব গড মিশনের’ প্রকল্প পরিচালনা করে আসছেন। যা সম্পূর্ণভাবে বেআইনি ও নীতিমালা পরিপন্থী। তিনি ২০১০ থেকে ২০১৬ সালের বিভিন্ন অর্থ বছরে ৩৬ কোটি টাকা এনজিও ব্যুরোর মাধ্যমে গ্রহণ করেছেন, যার যথাযথ ব্যবহার হয়নি।
এছাড়া চার্চেস অব গড মিশনের সম্পত্তি রক্ষণাবেক্ষণ না করে ২০-২৫ বিঘা জমি বিক্রি, ছাত্রছাত্রীদের জন্য দাতা সংস্থার দেওয়া অর্থ, উপবৃত্তির টাকা, কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষিকাদের বদলি বাণিজ্যের টাকা, স্টাফ কোয়ার্টার, স্কুল ঘর, গির্জা মেরামরে জন্য বরাদ্দ অর্থ, ফসল বিক্রি থেকে পাওয়া অর্থসহ বিভিন্ন মণ্ডলীর গাছ বিক্রির অর্থসহ আনুমানিক অর্ধ কোটি টাকা আত্মসাত করেছেন।
গত ২৭ নভেম্বর দুর্নীতি দমন কমিশন চেয়ারম্যানের কাছে আবারও তিনি (লুনা) অভিযোগ দায়ের করেছেন। এছাড়া জয়পুরহাট মিশন বালিকা বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে তিনটি মামলা করা হয়েছে। এনজিও বিষয়ক ব্যুরো ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর অভিযোগ দায়ের করার প্রেক্ষিতে বগুড়া জেলা প্রশাসককে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা আরও দাবি করেছেন, অভিযুক্ত উত্তম দেওয়ান নিজের দুর্নীতির তথ্য ধামাচাপা দেওয়ার জন্য ঢাকায় থাকা তার অনুসারী ডা. জন থিউটনিয়াস কস্তাকে ‘চার্চেস অব গড মিশনের’ ডেপুটি ফিল্ড ডিরেক্টর হিসেবে নিয়োগ দিতে চাইছেন। অভিযুক্ত উত্তম দেওয়ান যদি ডেপুটি হিসেবে তার পছন্দের লোক নিয়োগের সুযোগ পান তাহলে মানবসেবামূলক প্রতিষ্ঠানটি আরও বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ‘চার্চেস অব গড মিশনের’ সাইমন হাঁসদা, সুজিত টুটু, অনুপ চক্রবর্তী, ভুট্টো মারান্ডী, শিমুল হেমরণ প্রমুখ উপস্থিত ছিলেন। অভিযোগ প্রসঙ্গে বগুড়া

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
ব্যর্থতার অভিযোগে শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে আইনি নোটিশ
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাবাকে খাবার পৌঁছে দিতে গিয়ে নিখোঁজ শিশুর লাশ মিললো নদীতে
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
বাসায় ফিরেছেন খালেদা জিয়া
গাজায় যুদ্ধবিরতি: মিসর ও কাতারের সঙ্গে হামাসের আলোচনা
গাজায় যুদ্ধবিরতি: মিসর ও কাতারের সঙ্গে হামাসের আলোচনা
সর্বাধিক পঠিত
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পদ্মা নদীতে চুবানো নিয়ে যা বললেন ড. ইউনূস
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
পরীক্ষা-নিরীক্ষা শেষ, খুলনা-মোংলায় শুরু হচ্ছে ট্রেন চলাচল
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
তীব্র তাপপ্রবাহ যেখানে আশীর্বাদ
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা অবৈতনিক হচ্ছে
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা
লাউ খেলে মিলবে এই ৮ উপকারিতা