X
সোমবার, ২৯ এপ্রিল ২০২৪
১৬ বৈশাখ ১৪৩১

তিন বন্ধু মিলে মাদক সেবন করানোর পর হত্যা করা হয় অটোচালক জয়কে

রাজশাহী প্রতিনিধি
১২ জানুয়ারি ২০১৯, ০১:৪৯আপডেট : ১২ জানুয়ারি ২০১৯, ০১:৪৯

তিন বন্ধু মিলে মাদক সেবন করানোর পর হত্যা করা হয় অটোচালক জয়কে শুধু অটোরিকশার জন্যই তিন বন্ধু মিলে রাজশাহীর অটোচালক জসিম উদ্দিন ওরফে জয়কে (২০) গলা কেটে হত্যা করা হয়। এর আগে তাকে মাদক সেবন করানো হয়। নেশায় বিভোর হয়ে উঠলেই জয়ের গলায় ছুরি চালান তার বন্ধুরা।

রাজশাহী মহানগরীর বড়বনগ্রাম মাস্টারপাড়া মহল্লার আরফান আলীর ছেলে জয় হত্যার ঘটনায় জড়িত তিনজনকে শুক্রবার বেলা সাড়ে ১১টায় সাংবাদিকদের সামনে হাজির করে এসব তথ্য জানায় শাহমখদুম থানা পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ উদ্ধারকৃত নানা আলামতও দেখানো হয় সাংবাদিকদের।

গত বুধবার রাতে জেলার গোদাগাড়ী উপজেলার সরমংলা এলাকা থেকে জয়ের লাশ উদ্ধার করে পুলিশ। জয় দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। এ নিয়ে পরিবারের পক্ষ থেকে নগরীর শাহমখদুম থানায় একটি জিডি করা হয়। এর ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। এরপর জসিম উদ্দিন (২০) ও সুমন আলী (২৪) জয়ের দুই বন্ধুকে আটক করে পুলিশ। এরা নগরীর একটি খাবারের হোটেলে কাজ করতেন। আটকের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে লাশ উদ্ধার করা হয়, আটক করা হয় রাজিব হোসেন (২৪) নামে আরও এক যুবককে।

ঘটনার বিবরণ দিতে গিয়ে শাহমখদুম থানার উপ-কমিশনার (ডিসি) হেমায়েতুল ইসলাম বলেন, ‘জয়ের অটোরিকশায় চড়ে তার দুই বন্ধু জসিম ও সুমন গোদাগাড়ী উপজেলায় যান। এরপর তারা রাজিবকে মাদকদ্রব্য নিয়ে আসতে বলেন। রাজিব তাদের মাদক সরবরাহ করলে তারা ঘটনাস্থলে বসে সেবন করেন। এরপর রাজিব চলে গেলে সুমন অটোচালক জয়ের পা দুটো চেপে ধরেন। এ সময় আসামি জসিম তার গলায় ছুরি চালান। তবে হঠাৎ সেখানে আবার রাজিব ফিরে এসে ঘটনাটি দেখে ফেলেন। পরে তাদের মধ্যে সমঝোতা হয়ে গেলে তিনজন মিলেই লাশটি জঙ্গলে ফেলে পালিয়ে আসেন। তারা জয়ের অটোরিকশাটি নাটোরে নিয়ে আত্মীয়ের বাড়িতে লুকিয়ে রাখেন। সেখান থেকে অটোরিকশাটি উদ্ধার করা হয় ‘

ডিসি হেমায়েতুল ইসলাম ইসলাম আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে গ্রেফতার তিন যুবক অটোরিকশা চোর চক্রের সঙ্গে জড়িত। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, এ ঘটনায় নিহত জয়ের বাবা বাদী হয়ে তিনজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। শুক্রবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারেও পাঠানো হয়েছে। তিনজনই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করায় আদালতে তাদের রিমান্ডের আবেদন করা হয়নি।

এদিকে আসামিদের কঠোর শাস্তির দাবিতে বুধবার বিকালে রাজশাহী নগরীর আমচত্বর এলাকায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। মানববন্ধনে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর শাহাদাত হোসেন শাহুসহ এলাকার লোকজন বক্তব্য দেন। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির দাবি জানান। এই মানববন্ধনের পর আসামি জসিমের বাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ এলাকাবাসী।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে জাতীয় লজিস্টিক্স নীতি প্রণয়ন
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
গ্রিনপিন সেবা চালু করলো এনসিসি ব্যাংক
রাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি নাকি রাফাহতে হামলারাজনৈতিক সংশয়ের মুখোমুখি নেতানিয়াহু
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
‘জেসির অভিজ্ঞতা বড় ম্যাচে আম্পায়ারিং করার মতো নয়’
সর্বাধিক পঠিত
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
থেমে যেতে পারে ব্যাংকের একীভূত প্রক্রিয়া
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
‘পুলিশ’ স্টিকার লাগানো গাড়িতে অভিযান চালাবে পুলিশ
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
শরীরের তাপ কমায় এই ৮ খাবার
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
ভেসে আসা ‘টর্পেডো’ উদ্ধারে কাজ করছে নৌবাহিনী ও কোস্টগার্ড
আজ কি বৃষ্টি হবে?
আজ কি বৃষ্টি হবে?