X
সোমবার, ০৬ মে ২০২৪
২৩ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জের কাভার্ডভ্যান চাপায় কলেজছাত্র নিহত, সড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি
২১ মার্চ ২০১৯, ১৩:৪৭আপডেট : ২১ মার্চ ২০১৯, ১৩:৪৭

সড়ক দুর্ঘটনায় নিহত কলেজ ছাত্র হৃদয় ইসলাম

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ভদ্রঘাট বাজার এলাকায় কাভার্ডভ্যান চাপায় হৃদয় ইসলাম (১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুই পথচারী আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জ-ভদ্রঘাট-নলকা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

হৃদয় বাজার ভদ্রঘাট গ্রামের হায়দার আলীর ছেলে ও ধুকুরিয়া কারিগরি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। হৃদয় ভদ্রঘাট ইউনিয়ন ছাত্রলীগের এক নম্বর ওয়ার্ডের প্রচার সম্পাদকের দায়িত্বে ছিলেন বলে পরিবার ও স্থানীয়রা জানায়।

এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী ও স্থানীয় শিক্ষার্থীরা কাভার্ডভ্যানটিতে আগুন ধরিয়ে দেয় এবং টানা আড়াই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। পরে কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলাম নেতৃত্বে পুলিশের একটি দল, ট্রাফিক পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল সেখানে গিয়ে কাভার্ডভ্যানের আগুন নিভায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। সকাল সাড়ে ১০টার পর পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা কাভার্ডভ্যানে আগুন দিয়েছে

জেলা দমকল বাহিনীর সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, ঢাকা থেকে ভিটামিন পরিবহনকারী ‘সিয়াম-মরিয়ম কার্গো' নামে ট্রান্সপোর্ট সার্ভিসের কাভার্ডভ্যানটি (ঢাকা মেট্রো-ট-২২-৭২৩৩) ভদ্রঘাট এলাকায় এসিআই গোডরেজ ফিড মিলে যাবার পথে ভদ্রঘাট বাজারের পশ্চিমে তিন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কলেজ ছাত্র হৃদয়ের মৃত্যু হয়। আহত হন আরও দুই পথচারী। আহতদের সিরাজগঞ্জের আড়াই’শ শয্যা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে এবং কাভার্ডভ্যানটিতে অগ্নিসংযোগ করে।

কামারখন্দ থানার ওসি হাবিবুল ইসলাম জানান, কাভার্ডভ্যান চাপায় কলেজছাত্রের মৃত্যু হওয়ায় এলাকাবাসী ওই ভ্যানটিতে আগুন ধরিয়ে দেয়। পরে তারা তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। ঘটনার পর পরই কার্ভানভ্যানের চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় কামারখন্দ থানায় মামলার প্রস্তুতি চলছে। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিশোরকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
কিশোরকে তুলে নিয়ে চাঁদা দাবির অভিযোগে ৪ পুলিশ সদস্য প্রত্যাহার
সুন্দরবনের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় প্রধানমন্ত্রীর সন্তোষ
সুন্দরবনের আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় প্রধানমন্ত্রীর সন্তোষ
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
লন্ডনের স্টেডিয়ামে গাইবেন জেমস
যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংর্ঘষে নিহত ২
যাত্রাবাড়ীতে বাস-পিকআপ সংর্ঘষে নিহত ২
সর্বাধিক পঠিত
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
অভিযোগের শেষ নেই মাদ্রাসায়, চলছে শুদ্ধি অভিযান
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
নিজেদের তৈরি ভেহিকেল পেরুকে উপহার দিলো সেনাবাহিনী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
চাকরিতে প্রবেশের বয়সসীমা নিয়ে যা বললেন জনপ্রশাসনমন্ত্রী
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
আমার কাছে ৪৫টি বাচ্চা আছে, ডিবিকে বলেন নিয়ে যেতে: আদালতে মিল্টন সমাদ্দার
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?
কোন পথে এগোচ্ছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ?