X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

বগুড়ায় রাস্তায় খুঁটি দিয়ে নির্মাণকাজে বাধা

বগুড়া প্রতিনিধি
১১ জুন ২০১৯, ১৩:০৯আপডেট : ১১ জুন ২০১৯, ১৩:৩৭

রাস্তায় খুঁটি গেড়ে কার্পেটিংয়ের কাজে বাধা

বগুড়ার সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের ছাতিয়ানতলা গ্রামের রাস্তার কার্পেটিংয়ের কাজ শুরু হলেও জমির মালিকানা দাবি করে বাধা দিচ্ছেন মসজিদ কমিটির সদস্যরা। তারা রাস্তায় খুঁটি গেড়ে দেওয়ায় কাজ বন্ধ রয়েছে। এ কারণে যান চলাচল বিঘ্নিত হচ্ছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। তারা এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবার হস্তক্ষেপ কামনা করছেন।

সোনাতলা উপজেলা এলজিইডি সূত্র জানায়, চলতি বছরের মার্চে ফুলবাড়ি থেকে কাচারিবাজার ভায়া ছাতিয়ানতলা পর্যন্ত সোয়া দুই কিলোমিটার রাস্তা কার্পেটিংয়ের জন্য টেন্ডার আহ্বান করা হয়। এ রাস্তার নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় দেড় কোটি টাকা। লটারির মাধ্যমে ঠিকাদারও নিযুক্ত করা হয়েছে। ইট বিছানো শুরু হলে ছাতিয়ানতলা মধ্যপাড়া জামে মসজিদ কমিটির লোকজন রাস্তায় তিনটি খুঁটি বসিয়ে দেওয়ায় নির্মাণকাজে বাধা সৃষ্টি হয়েছে। এছাড়া রাস্তা দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

এ প্রসঙ্গে মসজিদ কমিটির সভাপতি মকবুল হোসেন মাস্টার জানান, মসজিদের পেছনে যে রাস্তার কাজ চলছে তার বেশির ভাগ অংশ মসজিদের। মসজিদের জায়গায় যাতে রাস্তা নির্মাণ না হয় সেজন্য খুঁটি বসানো হয়েছে।

তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত আমার একার নয়, পুরো গ্রামবাসীর।

এ বিষয়ে সোনাতলা উপজেলা প্রকৌশলী মোখলেছুর রহমান জানান, ফুলবাড়ী-কাচারিবাজার ভায়া ছাতিয়ানতলা সড়কের কাজ করতে গিয়ে নানা বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। ছাতিয়ানতলা মধ্যপাড়া জামে মসজিদসহ তিনটি স্থানে সীমানা জটিলতায় রাস্তার কাজ বন্ধ রয়েছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে সড়কের কার্পেটিংয়ের কাজ শেষ না হওয়ার আশংকা রয়েছে। 

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা