X
মঙ্গলবার, ০৭ মে ২০২৪
২৪ বৈশাখ ১৪৩১

সিরাজগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি
১৩ জুলাই ২০১৯, ১৮:৪৩আপডেট : ১৩ জুলাই ২০১৯, ১৮:৫৪

অন্য যান চললেও চলছে না বাস (ছবি– প্রতিনিধি)

শনিবার (১৩ জুলাই) সকাল থেকে সিরাজগঞ্জ-ঢাকা রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতি ও সিরাজগঞ্জ বাস মালিক সমিতির মধ্যে দ্বন্দ্বের জেরে এ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। ঘোষণা ছাড়া হঠাৎ বাস বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছেন শত শত যাত্রী।

এ ব্যাপারে সিরাজগঞ্জ বাস মালিক সমিতির সভাপতি আলহাদি আলমাজি জিন্নাহ বলেন, “রোজার ঈদের আগে রাজধানীর মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতি ‘সেবা লাইন’ পরিবহনের ১৪টি বাস সিরাজগঞ্জ-ঢাকা রুটে চালু করতে চেয়েছিল। ঈদের ভিড় থাকায় বিষয়টি নিয়ে পরে আলোচনার সিদ্ধান্ত হয়। সেই সিদ্ধান্ত অমান্য করে তারা গায়ের জোরে সেবা লাইনের বেশ ক’টি বাস এ রুটে চালু করে। এ নিয়ে দুই সমিতির মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়।”

তিনি আরও বলেন, ‘জেলা প্রশাসক গত ৯ জুলাই মহাখালী ও সিরাজগঞ্জের বাস মালিক সমিতির নেতাদের নিয়ে আলোচনায় বসেন। ১০ দিনের মধ্যে উভয় সমিতিকে আলোচনা করে সমস্যা সমাধানের নির্দেশনা দেন তিনি। কিন্তু দুইদিন যেতে না যেতেই মহাখালীতে সিরাজগঞ্জের সব কাউন্টার বন্ধ করে দেওয়া হয়। এ ছাড়া, গতকাল শুক্রবার হাইওয়ে চন্দ্রা মোড় ও গাবতলী ব্রিজ থেকে যাত্রী নামিয়ে গাড়িগুলোকে ঘুরিয়ে দেওয়া হয়। যে কারণে আজ (শনিবার) সকাল থেকে সিরাজগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।’

মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মালেক বলেন, ‘মহাখালীতে তিনটি কাউন্টারে সিরাজগঞ্জের ৬০-৭০টি গাড়ি দীর্ঘদিন থেকেই চলাচল করছে। আমাদের একটি গাড়িও সিরাজগঞ্জ-ঢাকা রুটে নেই। ঢাকা-সিরাজগঞ্জ রুটে সেবা লাইন চালু করার জন্য গত তিনমাস ধরে সিরাজগঞ্জের বাস মালিক নেতাদের পেছনে পেছনে ঘুরেও কোনও সুরাহা হয়নি। এ নিয়ে সিরাজগঞ্জ ডিসির সঙ্গে আলোচনা শেষে আমরা তাদের ঢাকায় বসে আলোচনার প্রস্তাব দিই। তাতেও কোনও সাড়া মেলেনি। উল্টো বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে কড্ডায় শনিবার সকাল থেকে সিরাজগঞ্জের মালিক-শ্রমিক নেতারা উত্তরবঙ্গগামী সব গাড়িকে ব্যারিকেড দিয়ে স্টাফদের সঙ্গে অসদাচরণ ও বেশ কিছু বাসের কাঁচ ভাঙচুর করে। একতরফা শুধু সিরাজগঞ্জের মালিকদেরই বাস চলবে, আমাদের একটিও চলবে না?’

সদর থানার উপ-পরিদর্শক আনিস আহম্মেদ বলেন, ‘উদ্ভূত পরিস্থিতি এড়াতে আজ (শনিবার) সকালে মহাসড়কের কড্ডায় পুলিশ অবস্থান নেয়। কিন্তু চলমান সমস্যার সমাধান না হলেও আগামীকাল (রবিবার) থেকে কড্ডায় নতুন করে বড় ধরনের ঝামেলা বাঁধতে পারে।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
অসময়ে দৌলতদিয়া ফেরিঘাটে ভাঙন, আতঙ্কে এলাকাবাসী
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
গাজা ইস্যুতে আবারও কায়রোতে ইসরায়েলি প্রতিনিধিরা, এবার চুক্তি হবে?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
এই বর্ষায় নির্ধারিত হবে মিয়ানমার জান্তা ও বিদ্রোহীদের পরিণতি?
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
শেখ হাসিনাই হচ্ছেন ভারতে নতুন সরকারের প্রথম বিদেশি অতিথি
সর্বাধিক পঠিত
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ভিটামিন ডি কমে গেলে কীভাবে বুঝবেন?
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
ছুড়ে দেওয়া সব তীর সাদরে গ্রহণ করলাম: ভাবনা
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস, অগ্রহণযোগ্য বলছে ইসরায়েল
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
শনিবার স্কুল খোলা রাখার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা
আসছে ব্যয় কমানোর বাজেট
আসছে ব্যয় কমানোর বাজেট