X
রবিবার, ০৫ মে ২০২৪
২১ বৈশাখ ১৪৩১

শিবগঞ্জে যুবকের দুই হাতের কব্জি কেটে নেওয়ার ঘটনায় চেয়ারম্যানসহ গ্রেফতার চার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০১৯, ২৩:২৮আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০১৯, ২৩:৩৭

শিবগঞ্জে যুবকের দুই হাতের কব্জি কেটে নেওয়ার ঘটনায় চেয়ারম্যানসহ গ্রেফতার চার চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রুবেল হোসেন নামে এক যুবকের দুই হাতের কব্জি কেটে নেওয়ার ঘটনায় মূল আসামি উজিরপুর ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিনসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দিনব্যাপী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- ইউপি চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ও তার সহযোগী উজিরপুর ইউনিয়নের বাসিন্দা তারেক আহম্মেদ, একই ইউনিয়নের আলাউদ্দিন এবং জাহাঙ্গীর আলম।
পুলিশ সুপার বলেন, ‘ঘটনা জানার পর পুলিশ আজ দিনব্যাপী জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। দুপুরের পর চেয়ারম্যানের সহযোগী আলাউদ্দিন ও জাহাঙ্গীরকে গ্রেফতার করা হয়। রাত পৌনে ৯টার দিকে নওগাঁ পালিয়ে যাওয়ার সময় সদর উপজেলার আমনুরায় পুলিশের চেকপোস্টে মূল আসামি চেয়ারম্যান ফয়েজসহ তার আরেক সহযোগী তারেক আহম্মেদ ধরা পড়ে।’
যুবকের দু’হাতের কব্জি কেটে নেওয়া হয়েছে মোজাহিদুল ইসলাম আরও বলেন, ‘শুক্রবার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হবে এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কিনা তা জানার জন্য আদালতের মাধ্যমে রিমান্ড চাইবে পুলিশ।’
এদিকে, শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় আহত রুবেলের মা রুলি বেগম ফয়েজকে মূল আসামি করে ২২ জনের নামে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।’
প্রসঙ্গত, পদ্মা নদীর খেয়া ঘাট নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে বুধবার (১৮ সেপ্টেম্বর) গভীর রাতে শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ উদ্দিন ও তার লোকজন রুবেল হোসেনকে চোখ বেঁধে তুলে নিয়ে গিয়ে দুটি হাতের কব্জি কেটে ফেলে। বর্তমানে রুবেল রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
দুবাইতে বিশ্বের ২৩ নম্বর চীনের সুপার গ্র্যান্ডমাস্টারের সঙ্গে ড্র করে ফাহাদের চমক
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
জিরোনার মাঠে বার্সেলোনার নাটকীয় হারে চ্যাম্পিয়ন রিয়াল
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
‘ফাইভ স্টার’ ম্যানসিটি, চার গোল হাল্যান্ডের
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
ঢাকায় পুনর্মিলন সেরে ক্যাঙ্গারুর দেশে...
সর্বাধিক পঠিত
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
জাল দলিলে ৫০ কোটি টাকা ব্যাংক ঋণ!
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
রবিবার থেকে স্কুল-কলেজ খোলা, শনিবারও চলবে ক্লাস
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
লিথুয়ানিয়ার ড্রোন হামলা ব্যর্থ হয়েছে: বেলারুশ
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
স্বর্ণের ভরিতে বাড়লো ১ হাজার টাকার বেশি
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ
এডিবি কর্মকর্তা গোবিন্দ বরের বিরুদ্ধে বিশিষ্টজনদের হয়রানির অভিযোগ